![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love poems গোলাম কিবরিয়া পিনু কবি প্রকাশিত গ্রন্থ ১. এখন সাইরেন বাজানোর সময় (কবিতা), ১৯৮৪ ২. খাজনা দিলাম রক্তপাতে (ছড়া), ১৯৮৬ ৩. সোনামুখ স্বাধীনতা (কবিতা), ১৯৮৯ ৪. পোট্রেট কবিতা (কবিতা), ১৯৯০ ৫. ঝুমঝুমি (ছড়া), ১৯৯৪ ৬. সূর্য পুড়ে গেল (কবিতা), ১৯৯৫ ৭. জামাতের মসজিদ টার্গেট ও বাউরী বাতাস (প্রবন্ধ), ১৯৯৫ ৮. কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (কবিতা), ১৯৯৭ ৯. এক কান থেকে পাঁচকান (ছড়া), ১৯৯৮ ১০. দৌলতননেছা খাতুন (প্রবন্ধ), ১৯৯৯ ১১. আমরা জোংরাখোটা (কবিতা), ২০০১ ১২. সুধাসমুদ্র (কবিতা), ২০০৮ ১৩. আমি আমার পতাকাবাহী (কবিতা), ২০০৯ ১৪. মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা, ২০১০ ১৫. বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ (গবেষণা), ২০১০ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান (বাংলা ভাষা ও সাহিত্য) এবং স্নাতকোত্তর; পিএইচ.ডি.
অবশেষে খালেদা জিয়া কী বলছেন!
'নাস্তিক' নামের মিথ্যে-মাখানো অসার এই অস্ত্র এই সময়ে শুধু ভোঁতা নয়, বুমেরাং হয়ে দেখা দিবে !
_________________________________________________
অবশেষে খালেদা জিয়া কী বলছেন!শাহবাগ গণজাগরণ মঞ্চ-এর সাথে যারা যুক্ত আছেন, তাদের তিনি 'নাস্তিক' আখ্যা দিলেন ! হায় ! মনে হচ্ছে তিনিও একচক্ষু বিশিষ্ট হরিণ হয়ে উঠলেন । আশ্চর্য !
শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে যে আন্দোলনের সূচনা হলো, তা তরুণদের সৃজনশীল নেতৃত্বের পরিচয় মেলে ধরেছে, কী যূথবদ্ধ সাহস, কী শাণিত মুক্তিযুদ্ধের চেতনা--যা জাগিয়ে তুলেছে সারাদেশ ও মানুষকে ! কী অহিংস এর শক্তি! এই আন্দোলন স্বতঃস্ফূর্ত-শান্তিপূর্ণ- গণতান্ত্রিক- জননন্দিত ।অথচ এর বিপরীতে কী তাণ্ডব চালিয়ে পবিত্র মসজিদ তছনছ করা হলো, জাতীয় পতাকা পুড়িয়ে প্রেতনৃত্য নেচে শহীদ মিনার ভাঙা হলো, চোখ উপড়ে-জিহ্বা কেটে মানুষ হত্যা করা হলো, হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর পোড়ানো হলো, আর যারা তা করল, তার পরও--তাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে খালেদা জিয়াও অবশেষে মিথ্যার তকমা লাগিয়ে এই তরুণদের চরিত্র হরণে লিপ্ত হলেন ! এর আগে ভারত বিরোধীতার অস্ত্র ব্যবহার করে ভোটে জয় হওয়া সম্ভব হয়নি, সে অস্ত্র ব্যর্থ হয়েছে পুরোপুরি! আর এখন ধর্মকে ব্যবহার করে 'নাস্তিক' আখ্যা দিয়ে এ যুগের তরুণদের বিরোধীতা করা মানে বিএনপি তার ভোট-হারানোর পথে আরো একধাপ এগিয়ে গেল! 'নাস্তিক' নামের মিথ্যে-মাখানো অসার এই অস্ত্র এই সময়ে শুধু ভোঁতা নয়, বুমেরাং হয়ে দেখা দিবে ! শুধু তরুণরা নয়, এদেশের জনগণ যেমন ধর্ম সচেতন, তেমনি যুক্তিশীল-অসম্প্রদায়িক ও ক্ষমতাপিপাসু দেউলিয়া রাজনীতি সম্পর্কে অনেক সচেতন। ক্ষমতার হালুয়া-রুটি খাওয়া তথাকথিত বযস্ক রাজনীতিকেরা তরুণ ও জনগণের অগ্রসর বোধ ও স্বপ্নের সাথে এগিয়ে যেতে পারছেন না! সময়ের চেয়ে পিছিয়ে থেকে যাই হোক--তরুণদের সমর্থন পাওয়া যাবে না। দেশের জনগণ আছেন মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত তরুণদের সাথেই ।
২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩০
টাইম পাস বলেছেন:
৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১
টাইম পাস বলেছেন: ১ নং কেটে দিন
৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩২
আমার প্রকাশিত প্রতিবেদন সমূহ বলেছেন: আহ কি সাহস!!!! ৩ স্তর বিশষ্ট নিরাপত্তা বেষ্টনিতে বিপ্লব, খাওন ফ্রি, সাথে টিপসও আছে, এটা শানিত মুক্তি যুদ্ধের চেতনা??!!!!
সরকারের এজেন্ডা বাস্তবায়নে ততপর এই শাহবাগিরা যে সামনে বিশেষ ধরনের আওয়ামি বাশ খেতে যাচ্ছে সেটার প্রস্তুত থাকেন।
ধন্যবাদ, এই হাস্যকর পোষ্ট দেয়ার জন্য। এটা শাহবাগিদের পক্ষেই মানায়।
৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭
গেস্টাপো বলেছেন: ক্যান জানি হাম্বালীগে নাস্তিক অ্যান্ড ইসলাম বিদ্বেষীরা প্রমট পায়
অবশ্য কোন মুসলিম যদি আবার পুু মারা খেতে না চায় তাহলে হাম্বায় ভোট দেবে না
৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০
সরোজ রিক্ত বলেছেন: শাহবাগ নিয়ে খালেদা জিয়া যা-ই বলুক, বিএনপির তাতে কিচ্ছু যায় আসে না, কোন ক্ষতি হবে না। সুপ্রীম কোর্টের নির্বাচন দেখেন।
শাহবাগ কখনও বিএনপির জন্য ভাল চায় নাই, ভাল ছিল না।
৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩
আমি তুমি আমরা বলেছেন: খালেদা জিয়ার বাস্তব বুদ্ধি লোপ পেয়েছে।
৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
রাজীব দে সরকার বলেছেন: :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!>
গোলাপী তুমি আসলেই একটা মাল - গোলাপী জিন্দাবাদ
৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৯
দৃঢ় মানুষ বলেছেন: বয়স বাড়ছে তো ... মাথার তার লুজ হয়ে গেছে।
১০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫
কলাবাগান১ বলেছেন: "শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে যে আন্দোলনের সূচনা হলো, তা তরুণদের সৃজনশীল নেতৃত্বের পরিচয় মেলে ধরেছে, কী যূথবদ্ধ সাহস, কী শাণিত মুক্তিযুদ্ধের চেতনা--যা জাগিয়ে তুলেছে সারাদেশ ও মানুষকে ! কী অহিংস এর শক্তি! "
১১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
এই আমি সেই আমি বলেছেন: আমি শাহ বাগে গিয়েছি , আমাকে নাস্তিক বলার খালেদায় কে শিক্ষা দীক্ষা , আচার আচরণ , জীবন যাপন , পোষাক পরিচ্ছদ গেটআপ মেকআপ নিয়ে আমাকে নাস্তিক বলছেন আমি তাহলে তাকে মুরতাদ ঘোষণা করতে পারি ।
অতীতেও সে মসজিদে উলুধ্বনি , দেশ ইন্ডিয়া হয়ে যাবে এই রেকর্ড বাজিয়েছেন । এই গুলায় মনে হয়না কাজ হবে । তার চাইতে এটা ,ট্রাই করতে পারেন; তারেক চুরা প্রধান মন্ত্রী , গুয়াজম প্রেসিডেন্ট । তাহলে কাজ হতেও পারে ।
বিশিষ্ট ওয়ায়েজিন মোহতারেমা খালেদা মন্দির প্রাঙ্গণে যে ওয়াজ ফরমাইলেন এটা ইসলাম ধর্মের চরম অবমাননা । এইজন্য হেফাজতে ইসলামের কাছে খালেদার ইসলামী শরিয়াহ অনুযায়ী কয় শত দোররা বা আর কোন শাস্তি পাওনা জানতে চাই ।
১২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
দিশার বলেছেন: আজকে মুসলিম দের মজা ভাঙ্গা অবস্থা র প্রধান কারণ , এই ৫ নম্বর কমেন্ট এর গেস্টাপো টাইপ মুসলিম .
এদের কাসে, সাইদীর ওয়াজ আর গোলাপির পাতলা ফিন্ফিনা সিল্কের শাড়ি একই ভাবে ইসলামের জিহাদী যশ জাগিয়ে তুলে।
দুর্নীতি ,সুদ , চুরি এদের ইমান কে জাগ্রত করে না .
১৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
যোগী বলেছেন: তারে দোষ দিয়া লাভ নাই ভাই। তারে মাহমুদ্দ্যা যা কইতে কয় তাই কয়
১৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২
দায়িত্ববান নাগরিক বলেছেন: এত বিরক্তিকর মহিলা দেখি নাই। মস্তিষ্ক বিকৃতি ঘটেছে।
১৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
আমি বাংলার সন্তান বলেছেন: মস্তিষ্ক বিকৃতি ঘটেছে।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯
টাইম পাস বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/101406/small/?token_id=65d0581240e93c0b7ceea4c64b91697f
এরা সবাই নাস্তিক?