![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“হুজুকের বাঙ্গাল আমরা”
অবাক করার মত একটা বিষয়। আমরা আমাদের জাতীয় দিবস, ভাষা দিবস, সহ অন্যান্য যে কোন দিবস গুলি খুব ঘটা করে পালন করি। এই সব দিবসে আমরা যখন যা প্রয়োজন তা সাজতে বা ভাঁড়ামি করতে একেবারে ওস্তাদ। যেমন ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে স্বাধীনতার গুন গান স্তুতি আর মুক্তিযোদ্ধা দের গুন গান গেয়ে , টকশো বা অনুষ্ঠান এ মুখে ফেনা তোলার মত অবস্থা হয় আমাদের। ভাষা দিবসে ভাষা সৈনিক দের গুন গান গেয়ে অস্থির। কপালে গায়ে মুখে চোখে বর্ণ মালা এঁকে শহীদ বেদীতে সকাল বেলা ফুল দিতে যাওয়া সহ বিভিন্ন অনুষ্ঠানে মাতৃভাষার গুন গান গাওয়ার ভাঁড়ামি বেশ ভালয় চালায় আমরা। সে রকম ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে বিজয়ের গান, ফাকিস্তানি হানাদার, রাজাকার, আলবদর সহ বিভিন্ন দেশ বিদ্রোহীদের তুলা ধুনা সহ দেশ প্রেমের অনন্য উদাহরণ সৃষ্টি করতে আমাদের মত আর কারও জুড়ি নেই। এই তো গেল পহেলা বৈশাখে বাঙ্গালি সাজার কি নিদারুণ চেষ্টায় আমরা কত কিছুই না করলাম।
আহ সব জায়গায় সব অনুষ্ঠানের,সব দিবসের একটায় দাবি...... এবং একটায় প্রকাশ ভঙ্গি.................. “ আমরা দেশকে ভালবাসি” ।
কিন্তু আমরা সত্যিয় কি দেশ কে ভাল বাসি ? আমার তা মনে হয় না। আমরা ১০০% ভণ্ড। প্রতি অনুষ্ঠানে , দিবসে আমরা শপথ নিই ... আমরা দেশকে ভাল বাসব, দেশের ক্ষতি করব না।
>>কি তাই নয় কি?
কিন্তু কি করছি আমরা, ২৬ শে মার্চ, ২১ শে ফেব্রুয়ারি, ১৬ই ডিসেম্বর বা পহেলা বৈশাখে এ নেয়া শপথ গুলি আমরা এই দিবস গুলির পরের দিন হতেই ভাঙ্গার প্রতিযোগিতায় নামছি । আমরা দেশের জন্য ক্ষতিকর যে কোন কাজ অনায়েসে করছি। ডাকছি হরতাল , ভাংছি গাড়ি, নষ্ট করছি দেশের সম্পদ। পুকুর চুরি করছি জনগণের সম্পদ। কাল বিড়াল, শাদা বিড়াল আর দুর্নীতির মারধ্যমে জনগণের সম্পদ মেরে দিচ্ছি।ব্যক্তিগত সম্পদ অর্জনের জন্য সুদ ঘুষ সহ হরেক রকম দেশ বিদ্রোহি কাজে লিপ্ত হচ্ছি।
>>> নিজের দিকে দেখুন একটু চেয়ে তাহলেই বুজতে পারবেন কি করছেন আর কি করার কথা ?
গোলাম মাওলা, সাপাহার, নওগাঁ
©somewhere in net ltd.