নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।
প্রতি ঘন্টায় ঘন্টায় নতুন কিছু হচ্ছে; ১৪৪ ধারায় মধ্যেও সংঘর্ষ চলছে। এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল কালক্ষেপণ না করা। তাও একদিন পর স্বরাষ্ট্র উপদেষ্টা খাগড়াছড়ি যাবে?! কতটা ক্রিটিকাল ইস্যু উনারা কি জানে না?
একটা স্থায়ী পার্বত্য চুক্তি এখন সময়ের দাবি; যেখানে আদিবাসিদের পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন থাকবে; আর বাঙালিসহ সকল অধিবাসীদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ, এই দেশের সীমান্তবর্তী জায়গায় সামরিক উপস্থিতি দুর্বল করা বোকামি হবে। বিশেষ করে যখন প্রতিবেশি রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতে ঝামেলা চলছে।
কিন্তু সামরিক বাহিনীদের সাথে আদিবাসীদের দ্বন্দ্ব আছে এটাও অস্বীকার করা যাবে না। সেটার একটা সমাধান হতে পারে সামরিকবাহিনীতে অথবা প্যারামিলিটারি হিসেবে আদিবাসীদের অংশগ্রহণ যুক্ত করা। এতে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অক্ষুন্ন থাকবে; আর নিজ দেশের সাম্প্রদায়িক সংঘর্ষের সম্ভাবনাও কমে আসবে।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৫
জিএমফাহিম বলেছেন: স্বায়ত্তশাসনে যদি হয় অবিচ্ছিন্ন সামরিক, পররাষ্ট্র ও অর্থনৈতিক থাকে; তাহলে খারাপ হবে না। তবে সেখানে জাতিসত্ত্বা ও সাম্প্রদায়িকতার কালচার আছে; স্বায়ত্তশাসনে নন-ন্যাটিভদের অধিকার ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করা যাবে কি?
২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০৫
আজব লিংকন বলেছেন: সুখে থাকলে ভূতে কিলায়। কিছু বাম পাহাড়ী ইস্যুতে যে ভাবে সাপোর্ট দিচ্ছে তাতে মনে হচ্ছে অতি দ্রুত তারা পাহাড় স্বাধীন করে নতুন দেশ জুমল্যান্ড প্রতিষ্ঠা করবে।
২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২০
জিএমফাহিম বলেছেন: আমার মনে হয় অধিকাংশ পাহাড়ের আদিবাসিরা জুমল্যান্ড এর কনসেপ্ট এর ব্যাপারে ওয়াকিফ না। তাও যদি কোন স্থানের মানুষের নিজের ভিটামাটিতে নিজস্ব শাসন চায় সেটাও তাদের ন্যায্য দাবি। কিন্তু সেটা কতজন চাচ্ছে সেটার কোন সঠিক তথ্য নাই প্লাস পাহাড়িদের আদৌ আর্থসামাজিক উন্নতি হবে নাকি সেটার আলোচনা সমালোচনা আছে। বিষয়টা জটিল।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৩৯
আহরণ বলেছেন: পাহাড় থেকে সমতলের বাঙালিদের ফিরিয়ে নিতে হবে। তা হলেই কেবল শান্তি আসবে।
২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২২
জিএমফাহিম বলেছেন: এটাও একটা পন্থা হতে পারে। তবে যৌক্তিক কিনা সেটা নিয়ে আলোচনা-সমালোচনা আছে।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৮
কামাল১৮ বলেছেন: স্বায়ত্কশাসন বা স্বাধীনতা দেয়া হোক।যেটা দাঁতের প্রানের দাবি।