নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
জোত্যিষী বলেছিলো
জলে ডুবেই আমার মরন হবে,
জোত্যিষী কি আর জানে ?
একটা অভিমানের নদী আছে
আমার এই বুকে,
একটা নদীরই যে
মরন হয়েছে আমার বুকে।
আহা, নদীটির যদি একজন জোত্যিষী থাকতো
তাহলে হয়তো অবেলায় মরতে হতোনা আমার বুকে।
---------------------------------------------
হারুন রশিদ
২৮/০১/২০১৭
২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯
বিজন রয় বলেছেন: অভিমানের নদী শুকিয়ে যাক।
কবিতায় সুবাতাস আছে।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩০
শ।মসীর বলেছেন: ভাল লাগল ভাইয়া কবিতা। শুভকামনা বই এর জন্য ।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: সুন্দর।