নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

সকল পোস্টঃ

তোমারে ধন্যবাদ

১৯ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৭


কয়দিন ধইরা ভাবছি,
তোমারে ধন্যবাদ দিয়া ফেইসবুকে একটা স্ট্যেটাস দিবো।

এই যে পরিচিত মানুষজন আজকাল
আমারে ‘কবি’ বইল্লা ডাকে
শুনতে ভালোই লাগে।
তোমারে যদি পাইতাম
বেশি হইলে আমি ভদ্রলোক হইতে পারতাম,
এখন কবি হইছি তোমারে না পাওয়ায়।

যেদিন...

মন্তব্য১ টি রেটিং+০

প্রিয় বন্ধু

১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০১


রাস্তায় বাহারি গাড়ি,
গাছে গাছে পাতা মরে
তুষার হয়ে ঝুলছে,
ফুটপাতে একটা দু’টো মানুষ,
প্রতিদিনই আমার ডাকবাক্স ভরে দেয় কানাডা পোষ্ট,
যতোটুকু চোখ যায়
চোখ ফিরে আসে সাদা তুষার নিয়ে।

আহারে রিকশা,
আহারে মানুষের মেলা,
অনেক দিন...

মন্তব্য১২ টি রেটিং+৩

যাহার জন্য প্রযোজ্য

১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৩৩


যে মানুষটি,
ভর দুপুরে তপ্ত সূর্যের দিকে তাকিয়ে আগুনে চোখ পোড়ায়,
- সেটি আমি।
যে মানুষটি,
প্রচন্ড বৃষ্টিতে ইচ্ছে করে ভুলে ছাতা ছাড়া বের হয়ে আনন্দে জলে ঝরে ঝরে পড়ে,
- সেটি আমি।

যে মানুষটি,
বোকা বিকেলে...

মন্তব্য৭ টি রেটিং+০

রহস্য

০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৪


ঘোর অমাবস্যার রাতেও
হঠাৎ হঠাৎ এই শহরে-
ফকফকা মায়াবী চাঁদের আলো ঝরে ঝরে পড়ে!!
আশ্চর্য না!!
কেউ কি জানেন সেই মায়াবী আলোর রহস্য?

ঘোর অমাবস্যার অন্ধকার রাত্রিতে
প্রায়ই লুকিয়ে লুকিয়ে একটি মেয়ে আর একটি...

মন্তব্য২ টি রেটিং+০

রশিদ হারুনের শেষ কবিতা

০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:১৭


কবিতা লেখনের নিরানব্বইতম ব্যর্থ চেষ্টায় হতাশ হইয়া,
কবি রশিদ হারুন সারারাইত পুশকনির পারের কড়ই গাছটার শইলে হেলান দিয়া আসমানের দিকে চাইয়া থাকতে থাকতে একসময় দেখল
-আসমান লাল হইয়া পাকনা আমের রঙের...

মন্তব্য৮ টি রেটিং+১

অদ্ভুত মিল

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ৩:৫৮

বারান্দার কার্নিশে খড়কুটো দিয়ে ঘর করে কোনোমতে বেঁচে থাকা চড়ুই পাখিটা
-আমার ছুঁয়ে দেখা হয়নি কখনো।
অথচ এক অদ্ভুত মিল আমাদের দুজনের মধ্যে, দুজনই বিষন্ন।

বিষন্নতায় দুজনে‌ই প্রায়ই আকাশে উড়ি,
ঘরে ফিরি...

মন্তব্য২ টি রেটিং+০

অমিমাংসিত আর্তনাদ

০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০১


মাননীয় ‘মহামান্য’ ছয়জন বিশেষ নাগরিককে লটারী করে সুযোগ দিলেন তাদের ইচ্ছে পুরনের আবেদনের জন্য।

একজন ডাক্তার লিখলেন-
তিনি বাগানের একজন মালী হতে চান!!
মানুষের চেয়ে উনি বৃক্ষ বেশি পছন্দ করেন।
আজকাল অপারেশনের সময়...

মন্তব্য৬ টি রেটিং+২

আমার মায়ের বিজয় দিবস

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১২


আমাদের দক্ষিনের জানালা খুলতেই
একটা শীতল হাওয়া চোখে মুখে ছুঁয়ে যায়,
জানালার পাশঘেঁষা আম গাছটায় একটা কাক বসে ঝিমোচ্ছিল তখন,
আমার চোখে চোখ পড়তেই কাকটা আকাশে উড়ে গেল।
কাকের ডানার ঝাঁপটায় দুটি শুকনো...

মন্তব্য২ টি রেটিং+১

একবার তুমি

০৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৫৬


জীবনের শেষ চক্রে এসে
‘মানুষ’ হতে না পারার তীব্র মনোবেদনা আর আকাঙ্ক্ষা নিয়ে
যেদিনই ঘুমিয়ে পড়ি,
সকালে উঠলেই দেখি
আমার দাদা বাড়ির হারিয়ে যাওয়া পুকুরটা
আমার পুরো ঘর জুড়ে শুয়ে আছে,
সেখানে কিছু কচুরীপানা আর...

মন্তব্য০ টি রেটিং+০

ফুল আঁকা আমার টিনের বাক্স

০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৫



আমার বয়স যখন পাঁচ-
তখন আমার এক খেলার মেয়ে সাথী
আমাকে দিয়েছিলো
একটি পা ভাঙা মাটির পুতুল।
পা ভাঙা পুতুল দেখলেই তখন তার প্রচন্ড রাগ হতো ।

আমার দশ বছর বয়সে এক বালিকা দিয়েছিলো...

মন্তব্য৪ টি রেটিং+০

পথ একটাই

৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৩৮


যেখানেই যাই
যতো দূরেই যাই
সেই একই পথেই গিয়ে দাঁড়াই
আর তাকিয়ে দেখি আমি একা
আর আমার ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে
আমার মৃত্যূ।
সম্পদ বলতে
বুকে জমা
জীবনের খরচ হওয়া কিছু ঝাপসা ছবি।

চলে যাবো
যাবোইতো
আগে বা...

মন্তব্য২ টি রেটিং+০

ঈশ্বর আপনি সুখেই আছেন

২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯


সকালবেলায় পত্রিকা পড়তে বসলেই আমার মনে অসুখ শুরু হয়।
তখন এককাপ গরম চায়ের সাথেই অসুখ আমার মনে ঢুকে যায় তালগাছের মতো লম্বা হয়ে।
তারপর সারাদিনই আমি অসুখী থাকি।
আমাকে অসুখী দেখলেই আমার নিরক্ষর...

মন্তব্য১৪ টি রেটিং+২

ধর্মের কল

২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪২


ধর্মের কল যতই বাতাসে নড়ছে
ততই স্পষ্ট হচ্ছে
দেয়ালে দেয়ালে যে সব ছায়া ঘুরে বেড়াচ্ছে কোনটা কার-
কোনটা কাক, কোকিল অথবা কাকাতুয়ার
কোনটা কুকুর, শিয়াল অথবা সিংহের
আর কোনটা মুখোশ পরে ঘুরে...

মন্তব্য৩ টি রেটিং+১

অপরিচিত মানুষ

১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫৬


আয়নার পাশে নিজেকে দাঁড় করিয়ে রেখেছি
অনেক্ষণ ধরে।
চেহারায় হাসি হাসি ভাব ধরে আয়নার মানুষটা আমার দিকে তাকিয়ে,
একেবারেই অপরিচিত মনে হলো মানুষটাকে,
কখনো দেখেছি বলে মনে হলো না।

আয়নার মানুষটাকে চিনতে না পারায়
উনার...

মন্তব্য৪ টি রেটিং+১

বেঁচে আছি

২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৯

তিনযুগ হলো
যাত্রাবাড়ির ওয়াসা গলিতে হাঁটতে হাঁটতে বাড়ির ছাদ ছাড়িয়ে আকাশের চাঁদ দেখা হয়নি,
সেই গলির বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা পরিচিত কোন চেহারায় একটু আসকারা হাসি দেখা হয়নি তিনযুগ।

তবুও ঘুমের মাঝে ভরা...

মন্তব্য৬ টি রেটিং+৪

>> ›

full version

©somewhere in net ltd.