নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
রাস্তায় বাহারি গাড়ি,
গাছে গাছে পাতা মরে
তুষার হয়ে ঝুলছে,
ফুটপাতে একটা দু’টো মানুষ,
প্রতিদিনই আমার ডাকবাক্স ভরে দেয় কানাডা পোষ্ট,
যতোটুকু চোখ যায়
চোখ ফিরে আসে সাদা তুষার নিয়ে।
আহারে রিকশা,
আহারে মানুষের মেলা,
অনেক দিন দেখিনা বিদ্যুতের তারে কোন কালো কাক,
অথবা রাস্তায় বসে ঝিমানো অলস কুকুর,
বুকের ডাকবাক্সে নেই কোন চিঠি,
আর হাহাকার ভরা কারো ডাক
আহারে আমার ঢাকা শহর।
বন্ধু চিঠি লিখিস
না হয় একবার ফোন করে জানাস-
‘আমাকে ছাড়া
কেমন আছিস তুই
আর আমার ঢাকা শহর?’
প্রিয় বন্ধু
আমার বুকের ডাকবাক্স এখন সাদা তুষারে ভরা।
———
রশিদ হারুন
১০/০১/২০২৫
ক্যালগেরি, কানাডা
১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৪
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৫
বাকপ্রবাস বলেছেন: সুন্দর, আহারে সুন্দর
১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৪
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০০
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর
৪| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৩
মাহদী হাসান শিহাব বলেছেন: চমৎকার। দেশের বাইরে না থাকলে বোধ হয় এত সুন্দর কবিতা লেখা যায় না!
৫| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৬| ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
মিরোরডডল বলেছেন:
বন্ধু, কী খবর বল?
কত দিন দেখা হয় নি
বন্ধু এবং প্রিয় ঢাকাকে মিস করি।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৪
ডি এইচ তুহিন বলেছেন: সকাল সকাল অফিসের সামনে থাকে রিক্সার মেলা তখন আমি মনে মনে বলি আহারে রিক্সা