নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
বারান্দার কার্নিশে খড়কুটো দিয়ে ঘর করে কোনোমতে বেঁচে থাকা চড়ুই পাখিটা
-আমার ছুঁয়ে দেখা হয়নি কখনো।
অথচ এক অদ্ভুত মিল আমাদের দুজনের মধ্যে, দুজনই বিষন্ন।
বিষন্নতায় দুজনেই প্রায়ই আকাশে উড়ি,
ঘরে ফিরি অনেকদিন পর পর।
আরও এক অদ্ভুত মিল আমাদের দু’জনের,
-আমরা দুজনেই জানি একদিন উড়তে উড়তে
আর কোনোদিন ফিরবো না ঘরে।
——————————
রশিদ হারুন
২৩/০৭/২০২০
০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।