নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাওয়া বন্ধু

২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ২:২৫

হারিয়ে যাওয়া এক বন্ধুর খোঁজে
দূর শহরে গিয়েছিলাম
শুধু নামটুকুই ছিলো ভরসা।

একটা তীব্র ডাক ছিলো বুকের মাঝে
হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পাবার আশায়
সেই শহরের তেইশজন একই নামের মানুষের মাঝে
আমার বন্ধুর মুখোশ পরা একজনও ছিলোনা।

সেই তেইশজন মানুষকে দেখার পর
শহরটির কোথায়ও লেবু পাতার ঘ্রান আমি টের পাইনি,
শহরটির আকাশে মনখারাপ করা কোন চাঁদ ওঠেনি,
একটাও চড়ুই পাখি আমার বুকে উড়াল দেয়নি,
পালতোলা কোন নৌকা আমার শরীরের রক্তে অস্থির করে ভেসে বেড়ায়নি।

হারিয়ে যাওয়া বন্ধুর খোঁজে নতুন নতুন শহরের
প্রতিটি ধুলোবালিতে
আমি হাহাকার রেখে আসি
আর ফিরে আসি শূন্য হাতে।

হয়তো সে বন্ধুটি আমার কথা একেবারেই ভুলে গেছে!
অযথাই এক মায়ায়
আমি এখনও ঘুরে বেড়াই
প্রতিটি শহরে, প্রতিটি পথে,
হারিয়ে যাওয়া এক বন্ধুর খোঁজে।
——————————
রশিদ হারুন
১৯/০৩/২০২৫
ক্যালগেরি, কানাডা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.