![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
হারিয়ে যাওয়া এক বন্ধুর খোঁজে
দূর শহরে গিয়েছিলাম
শুধু নামটুকুই ছিলো ভরসা।
একটা তীব্র ডাক ছিলো বুকের মাঝে
হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পাবার আশায়
সেই শহরের তেইশজন একই নামের মানুষের মাঝে
আমার বন্ধুর মুখোশ পরা একজনও ছিলোনা।
সেই তেইশজন মানুষকে দেখার পর
শহরটির কোথায়ও লেবু পাতার ঘ্রান আমি টের পাইনি,
শহরটির আকাশে মনখারাপ করা কোন চাঁদ ওঠেনি,
একটাও চড়ুই পাখি আমার বুকে উড়াল দেয়নি,
পালতোলা কোন নৌকা আমার শরীরের রক্তে অস্থির করে ভেসে বেড়ায়নি।
হারিয়ে যাওয়া বন্ধুর খোঁজে নতুন নতুন শহরের
প্রতিটি ধুলোবালিতে
আমি হাহাকার রেখে আসি
আর ফিরে আসি শূন্য হাতে।
হয়তো সে বন্ধুটি আমার কথা একেবারেই ভুলে গেছে!
অযথাই এক মায়ায়
আমি এখনও ঘুরে বেড়াই
প্রতিটি শহরে, প্রতিটি পথে,
হারিয়ে যাওয়া এক বন্ধুর খোঁজে।
——————————
রশিদ হারুন
১৯/০৩/২০২৫
ক্যালগেরি, কানাডা
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।