![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
ঘোর অমাবস্যার রাতেও
হঠাৎ হঠাৎ এই শহরে-
ফকফকা মায়াবী চাঁদের আলো ঝরে ঝরে পড়ে!!
আশ্চর্য না!!
কেউ কি জানেন সেই মায়াবী আলোর রহস্য?
ঘোর অমাবস্যার অন্ধকার রাত্রিতে
প্রায়ই লুকিয়ে লুকিয়ে একটি মেয়ে আর একটি ছেলে ছাদে গিয়ে দাঁড়ায়।
প্রথমে তারা অন্ধকার আকাশের দিকে তাকায়,
তারপর নিজেদের দিকে।
কিছুই দেখেনা-
শুধু দেখে তাদের আবছায়া।
যখন তারা অন্ধকার হাতড়ে হাতড়ে দুজন দুজনের ঠোঁট খুঁজে পায়-
তখনই তাদের চোখ থেকে
অমাবস্যায় রাতেও ফকফকা মায়াবী চাঁদের আলো ঝরে ঝরে পরে!!
সব রহস্য জানার দরকার নেই আমাদের!!
কি বলেন?
তারচেয়ে বরং আমরা
সবাই মিলে অমাবস্যার রাতেও
কিছু মায়াবী চাঁদের আলো কুড়াই।
———————————————
রশিদ হারুন
০৬/০১/২০২০
১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: চমৎকার সুন্দর কবিতা লিখেছেন।