| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিএম হারুন -অর -রশিদ
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
সব সময় মনে হয়
‘অনুভুতিগুলো ‘ সরকারের কোষাগারে জমা দিয়ে দেই,
আমি কেনো কষ্ট টের পেয়ে যাই?
আমি কেনো সত্য টের পেয়ে যাই?
আমি মিথ্যাও টের পেয়ে যাই
তাই আমি বারবার মরে যাই
বারবার মরে যাই।
—————
রশিদ হারুন
০৫/০৫/২০১৮
০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৪০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসা আর ধন্যবাদ রইলো
২|
০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৪
কানিজ রিনা বলেছেন: পীর হয়ে গেলে যা হয় হয়ত তাই।
হা হা হা ভালই লাগল।
০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৪০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসা আর ধন্যবাদ রইলো
৩|
০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কঠিন অবস্থা।
০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৪১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসা আর ধন্যবাদ রইলো
৪|
০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:২৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: হৃদয়ের অনুভূতি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো।
০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৪১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসা আর ধন্যবাদ রইলো
৫|
০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
শাহজাহান মুনির বলেছেন: অনুভূতি জমা দিলে তো আর কিছুই থাকেনা। কবিতা ভালো লাগলো।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:১৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসা আর ধন্যবাদ রইলো
৬|
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:১৩
আবু আফিয়া বলেছেন: ভাল লেগেছে, ধন্যবাদ
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:১৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসা আর ধন্যবাদ রইলো
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো আপনার কবিতাটি।