নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

অসুখনামা

০৭ ই মার্চ, ২০২০ রাত ৮:২৪

এক অদ্ভুত অসুখে আমি বোধহয় শীঘ্রই মরে যাবো তাই——

অসুখ -১
———————
একলা হলেই
একটি সাদা বক বুকে বসে পড়ে যখন তখন।
“ছুঁয়ো না-ছুঁয়ো না”
বকটি না করার পরও
লোভীর মতো তাকে ধরতে যাই প্রতিবার।
ছুঁতেও পারিনি তাকে আজও।
শুধু কুড়িয়ে পাই কিছু পালক।
যেখানে আঁকা থাকে শুধুই ‘দুঃখের রেখা।

আমার সারাজীবনের সব ‘সুখের রেখা’ ডানায় নিয়ে,
একটি সাদা বক -এক ‌অদৃশ্য আকাশে,
-উড়ে আর উড়ে।
আমার আর ছোঁয়া হবে না তাকে
-এই একজীবনে।
_______॥______

অসুখ -২
————————
ওপড় দিয়ে সারাদিন শরীরে থাকি ফিটফাট,
আর বুকে পালি এক অদ্ভুত দীর্ঘশ্বাস।
কেউ বুঝেনা-
কেউ দেখেনা-
মধ্যরাতে একলা হলেই শরীরে করে হাঁসফাঁস,
শুরু হয় বুকে ভিতরে কান্নার ফিসফাস।

অদৃশ্য সেই মুখ - খালি করে বুক,
রাতের শহরের অলিগলির দেয়ালে দেয়ালে পোস্টারে ছেয়ে যায় শত শত
-আমার ‘সুখী দুঃখ’।

কেউ বুঝেনা-
কেউ দেখেনা-
দিনের শহরের বাতাসে বুদুবুদের মত উড়ে যতো
-আমার ‘দুখী সুখ’।
—————————-
রশিদ হারুন
০৭/০৩/২০২০

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৮:৪৩

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৯:১২

দৃষ্টিসীমানা বলেছেন: অসুখনামা দ্বিতীয়টি বেশি ভাল ভাল লাগল ।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৯:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দুইটাই অনেকক সুন্দর লিখেছেন।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.