![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
এখন তোমার দেখা পাই শুধুই গভীর রাতে!
চোখ বন্ধ করলেই তোমার চলে যাওয়ার আবছায়া দেখতে পাই।
ঘুমের মধ্যেও কেঁদে ফেলি।
সকালের আলোতে আমার ঘুম ভেঙে যাওয়া পর্যন্ত একদিন অপেক্ষা করলেই পারো!
-অন্তত তোমাকে আর তোমার চলে যাওয়া যেন পরিষ্কার দেখতে পাই।
আমি নিশ্চিত হতে চাই
তুমি আর কখনোই ফিরে আসবেনা।
তোমার অপেক্ষায়-অপেক্ষায় আমার বয়স অযথাই বেড়ে যাচ্ছে!!
———————————
রশিদ হারুন
০৯/০৬/২০২০
১১ ই জুন, ২০২০ দুপুর ১:০৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:৩৭
নেওয়াজ আলি বলেছেন: মার্জিত লেখা। ভালোবাসা ও শুভ কামনা।
১১ ই জুন, ২০২০ দুপুর ১:১০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই জুন, ২০২০ রাত ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: অপেক্ষা জটিল বিষয় ।
১১ ই জুন, ২০২০ দুপুর ১:১১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০২০ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।