নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমি ঠিকমতো মানুষ হতে পারিনি কখনোই ,
মানুষ আর টিকটিকির মাঝামাঝি একটা আশ্চর্যবোধক চিহ্ন হয়ে
ঝুলে আছি সারাজীবন ধরে জীবনের সাথে।
আমার কন্ঠে না আছে শব্দ
না আছে চোখের দৃষ্টি
আর বুকে নেই কোনো কবিতা।
দেওয়ালেরও কান আছে এই ভেবে নিজের মুখ নিজেই চেপে রাখি সারাক্ষণ এক গোপন ভয়ে,
ইচ্ছা করেই চোখ বন্ধ করে অন্ধ সেঁজে থাকি।
আমি নদীর জলে পা ভিজাই না মাছের ভয়ে,
আকাশের দিকে তাকিয়েও দেখিনা হারিয়ে যাবার ভয়ে;
পূর্ণিমার আলোতে বদ্ধ ঘরেই লুকিয়ে থাকি পুড়ে যাবার ভয়ে।
আমি মিছিলেও যাইনা নিজের সাথে দেখা হয়ে যাবার ভয়ে,
ভাতের স্বপ্ন দেখিনা ক্ষুধার ভয়ে।।
আমি সকল মানুষের কাছে আবেদন করছি,
-আমার মৃত্যুর পর দয়া করে
আমার কাফনে মোড়ানো শরীর থেকে
একজন রশিদ হারুনকে যেনো টেনে হিঁচড়ে আলাদা করে বাকিটুকু কবর দেওয়া হয়।
রশিদ হারুন এখনো পুরোপুরি মানুষ হতে পারেনি,
মানুষ হলে আবার তাকে সেই কবরে নামিয়ে দিবেন।
আমার মৃত্যুর পর আমি এই সামান্য গণতন্ত্রটুকু কমসেকম
আপনাদের কাছে আশা করতে পারি।
————————
র শি দ হা রু ন
১৬/১২/২০২০
১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩১
ফয়সাল রকি বলেছেন: নিজেকে খুঁজুন। নিজেকে টেনে হিঁচড়ে বের করুন।
১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১২
মোবারক বলেছেন: দারুণ
১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:০৫
রাজীব নুর বলেছেন: খুব কঠিন কবিতা লিখেছেন।