নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ধার করা জীবন

০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৯


সবাই পালিয়ে যেতে চায় স্বার্থপরের মতো
কেউ কেউ হয়তো সাদা বক, জোনাকি, রোদ্দুর ‌অথবা মাছরাঙা হয়ে;
আর কিছু মানুষ ঘাসফড়িং, লাল ঘুড়ি
অথবা অলস দাঁড়িয়ে থাকা একটি পোস্টবক্সও হয়ে।

সবাই নিজেকে রেখেই পালিয়ে যায়
ধার করা আরেক জীবনে
আর লুকিয়ে থাকে একজীবন
নিজেরই জীবনের কাছ থেকে।

আমিও পালিয়ে যাওয়া সেইসব মানুষেরই দলে
তবুও আমি একবার
শুধু একবার,
ধার করা এই জীবনটা ফিরিয়ে দিয়ে
ফিরে আসতে চাই নিজের কাছে
-একা একা মরণের ভয়ে,
একা একা মরণের ভয়ে।
——————————-
র শি দ হা রু ন
০২/০১/২০২১

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সুন্দর করে বলার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.