নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
সবাই পালিয়ে যেতে চায় স্বার্থপরের মতো
কেউ কেউ হয়তো সাদা বক, জোনাকি, রোদ্দুর অথবা মাছরাঙা হয়ে;
আর কিছু মানুষ ঘাসফড়িং, লাল ঘুড়ি
অথবা অলস দাঁড়িয়ে থাকা একটি পোস্টবক্সও হয়ে।
সবাই নিজেকে রেখেই পালিয়ে যায়
ধার করা আরেক জীবনে
আর লুকিয়ে থাকে একজীবন
নিজেরই জীবনের কাছ থেকে।
আমিও পালিয়ে যাওয়া সেইসব মানুষেরই দলে
তবুও আমি একবার
শুধু একবার,
ধার করা এই জীবনটা ফিরিয়ে দিয়ে
ফিরে আসতে চাই নিজের কাছে
-একা একা মরণের ভয়ে,
একা একা মরণের ভয়ে।
——————————-
র শি দ হা রু ন
০২/০১/২০২১
০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সুন্দর করে বলার জন্য।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।