নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
বলা নেই কওয়া নেই
দুপুরের হঠাৎ বৃষ্টিতে উদাসী রাস্তার উপর
ধপাস করে একটা বিষণ্ণ আকাশ শুয়ে পড়লো।
আমি চোখ থেকে ভিজা চশমা খুলতে খুলতে অস্পষ্ট ভাবে দেখতে পেলাম-
কোলবালিশের মতো কিছু আদুরে মেঘ
রাস্তার সেই আকাশকে বুকে জড়িয়ে আছে,
আর একটা আস্ত বোকা নদী
সেই আকাশের পাশেই রাস্তার উপর একটু বসার জায়গা খুঁজছে।
আমি শহরের সবাইকে শুনিয়ে চিৎকার করে বললাম
-“এক জীবনের মোড়ে মোড়ে এতো কেনো ভেজা পথ?
আমার বুকের কবিতাগুলো
অযথাই বার বার জলে ছিড়ে যায়”।
————————
র শি দ হা রু ন
২৫/০১/২০২১
২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।