নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
বন্ধ দরজায় বারবার কড়া নাড়ছে কে যেনো!
অথচ আজ শুক্রবার
আমি সারাদিন ঘুমোবো।
দরজা খুলে দেবার মতো একজন মানুষও নেই এ বাড়িতে ,
শত ধাক্কা দিলেও আমি দরজা খুলবো না আজ।
আমি জানি
ভালো করেই জানি ,
দরজার ওপারে হাতে ফুলের তোড়া নিয়ে
সুন্দর পরিপাটি করে সেঁজে দাঁড়িয়ে আছে একটি অচেনা কষ্ট।
প্রতিদিন নতুন নতুন কষ্ট কার ভালো লাগে, বলুন?
আজ আমার ছুটির দিন,
কষ্টদেরও অন্তত একদিন ছুটি কাটানো উচিত।
----------------
র শি দ হা রু ন
কাব্যগ্রন্থ-আমি একদিন সমুদ্রের জল হয়ে যাবো
১০/০৫/২০২১
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: অমর একুশে বইমেলা ২০২৪
সপ্তডিঙা প্রকাশন থেকে আমার দুই নতুন কাব্যগ্রন্থ-
“দুই চোখে পালছি এক ছলছল নদী”
“ওয়ারিশ
স্টল নং-৪২১ -৪২২
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার অদ্ভুত সুন্দর কবিতা...
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
আপনার কোনো কবিতার বই বের হয়েছে?