| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
শিল্প মন্ত্রী দিলীপ বড়–য়া বলেছেন, ইসলাম পবিত্র শান্তির ধর্ম। পবিত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে যারা অপরাজনীতি করতে চায়, ধর্মকে ব্যবহার করে যারা জনগনকে হুমকির সম্মূখিন করতে চায়, তাদেরকে ঐক্য বদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।
নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে জামায়াত-শিবিরের হামলায় ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু পরিবার ও মন্দির পরিদর্শন করতে এসে শিল্প মন্ত্রী দিলীপ বড়–য়া ৮ মার্চ শুক্রবার এসব কথা বলেন। তিনি আরো বলেন আজকে যারা অসাম্প্রদায়িক ও স্বাধীনতার স্বার্বভৌমত্তে বিশ্বাসী না, সেই সমস্ত অপরাধীরাই এ ধরনের হামলা চালিয়েছে এবং এটা ১৯৭১ সালের পাক হানাদার বাহিনীর নারকিয়তাকেও হার মানিয়েছে ।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর আন্তজাতিক বিষয়ক উপদেষ্ঠা ড. গহুর রিজভী।
অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম, পুলিশ সুপার মাহাবুবর রশিদ,বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাহ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও চৌমুহনী পৌর মেয়র মামুনুর রশিদ কিরন সহ অনেকে।
এ ছাড়া একই দিন ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু পরিবার ও মন্দির পরিদর্শন করেছেন ঢাকা বিশ্বাবদ্যালয় শিক্ষক সমিতি নীলদল।
এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির আহবায়ক অধ্যাপক ইনামুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন, অধ্যাপক নিজামুল হক ভূইয়া সহ ৩০ জন শিক্ষক।
শিক্ষক বৃন্দ পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন ৭১ পরিবর্তি সময়ে এ যঘন্য হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায়না, এসময় তারা প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তি ও ক্ষতিগ্রস্থ পরিবার ও মন্দির পূর্ণ নির্মানে সরকারের সকল সহযোগিতা কমনা করেন।#
©somewhere in net ltd.