| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
গোলাম মহিউদ্দিন নসু নোয়াখালীপ্রতিনিধি (নিউজটুয়েন্টিফোরডটকম ২১ মার্চ বৃহ¯প্রতিবার)ঃ
নোয়াখালীর বেগমগঞ্জ রাজগঞ্জে সহিংস ঘটনায় স্বচিত্র সংবাদ ধারন কালে দু®কৃতিকারীরা সাংবাদিকের উপর হামলা চালায়। এর প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবীতে চৌমুহনী প্রেস ক্লাবের আয়োজনে বুধবার বানিজ্যিক শহর চৌমুহনীতে মানববন্ধন-সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন চৌমুহনী প্রেস ক্লাব সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবু, সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন নসু,সাবেক সভাপতি এম নজির উল্য্হা, সাবেক সহ সাধারন সম্পাদক মোস্তফা মহসিন, শতাব্দির ডাকের সম্পাদক এসএম রিজোয়ান প্রমূখ।
এর আগে সকাল সাড়ে ১০টায় মাইজদি শহরের টাউন হল চত্বরে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এসময় বক্তব্য রাখেন চৌমুহনী প্রেস কালাবের সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবু, সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন নসু, দিগন্ত টিভি ও মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান, দৈনিক যুগান্তর ষ্টাপ রিপোর্টার মোঃ হানিফ, শতাব্দির ডাকের সম্পাদক এসএম রিজোয়ান প্রমুখ। বক্তাগন বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিছু লুটেরা -দু®কৃতিকারী- রাজনৈতিক বেশ্যা তাদের আক্রমন করে প্রানে হত্যার চেষ্টা করে। এ সময় তারা কৌশলে প্রানে বেঁচে গেলেও তাদেরকে মারাত্বভাবে আহত করে। তাদের ক্যমেরা- ঘড়ি-ম্যানিব্যাগ- মোবাইল হাতিয়ে নেয়। এ ঘটনায় থানায় জিডি করা হলেও প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় নেয়া হয়নি। এ ঘটনার দোষীদের দ্রুত আটক করে শাস্তির জোর দাবি জানান।
সভা শেষে একই দাবী উল্লেখ পূবর্ক একটি স্বারকলিপি প্রধান মন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক জনাব সিরাজুল ইসলাম সাংবাদিকদের প্রতি হামলায় দঃখ প্রকাশ করেন। প্রকৃত দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান। তিনি সাংবাদিকদের সাথে দীর্ঘ সময় আলোচনা কালে বলেন, কতিপয় সাংবাদিক ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে সাংবাদিক সমাজের কলঙ্ক তৈরী করে। তিনি এসব বিষয়ে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহব্বান করেন।
উল্লেখ্য গত ২৮ ফেব্রয়ারী কডিতপয় দু®কৃতিকারী রাজগঞ্জ ইউনিয়নের ৬৮টি পরিবারসহ ৮৪টি ঘরদোর আগুন লাগিয়ে –ভাংচুর করে অপুরনীয় ক্ষতি করে।#
গোলাম মহিউদ্দিন নসু
নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
©somewhere in net ltd.