| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
গোলাম মহিউদ্দিন নসু ॥
নোয়াখালী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিজয় মঞ্চ এলকায় ১৩ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে।।
মেলা আয়োজন কমিটির সভাপতি নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের নেতৃত্বে বেলুন ও শাšিরÍ প্রতীক পায়রা উড়িয়ে মেলা উদ্ধোধন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এম.পি।
এ উপলক্ষ্যে সোমবার শেষ বিকেলে বিজয় মেলা পরিষদের সাধারণ সম্পাদক আ.ন.ম জাহের উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দিয়ে মেলার উদ্বোধনী ঘোষনা করেন।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির সভাপতি,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, সাবেক সংসদ সদস্য ফজলে প্রমূখ।
১৩ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় প্রখ্যাত জনদের আলোচনা, বিশিষ্ট শিল্পীদের নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। বিজয় মেলা চত্বরে ইতোমধ্যে দোকানীরা বিভিন্ন পন্য ও খাদ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে।

©somewhere in net ltd.