নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু › বিস্তারিত পোস্টঃ

নোয়াখালীকে আধুনিক মডেল পৌরসভায় রুপান্তর করনে মেয়রের ঘোষনা

২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৫



নোয়াখালী প্রতিনিধি
দূর্নীতি ও মাদকমুক্ত করে বিভিন্ন ধরনের উন্নয়ন কাজের গতি তরান্বিত করে নোয়াখালী পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভা হিসাবে গঠন করা হবে। ২০১৮ সালের মধ্যে নোয়াখালী পৌরসভার সকল রাস্তা পাকা করনের কাজ শেষ করে যাবতীয় নাগরিক সুবিধা নিশ্চিত করনের মাধ্যমে পৌরবাসীর সেবার মান বৃদ্ধিকরা হবে।
বুধবার দুপুরে নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্যা খাঁন সোহেল সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এসব অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি জানান ইতোমধ্যে পৌরসভাধীন ১৯টি স্কুলে দরিদ্র মেধাবী শিক্ষথর্াীদের মাঝে দেড় লাখ টাকার শিক্ষা সহায়তা দেয়ার কাজ চুড়ান্ত হয়েছে। এলাকার বেকার যুবকদের জন্য কম্পিউটার প্রশিক্ষনের বিশেষ কর্মসূচী হাতে নেয়া হয়েছে। দরিদ্র মহিলাদেরকে সেলাই প্রশিক্ষন দিয়ে পৌরসভার পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করে আর্থিক সচ্ছলতা সৃষ্টি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পৌরসভার পক্ষ থেকে প্রতি বছর ফুটবল ,ব্যাড মিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট ঘোষনা করার জন্য সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় থেকে নোয়াখালী পৌরসভা গেইট পর্যন্ত প্রধান সড়কে এলই ডি লাইট লাগানোর ব্যবস্থা কার হচ্ছে। পৌর সভার প্রতিটি এলাকায় বিদ্যুৎ সুবিধা দেয়ার বিষয়ে সংশ্লিস্ট কর্র্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। ইতোমধ্যে সাবেক মেয়র আমলের বকেয়া বিদ্যুৎ বিল ২ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করে ছাড়পত্র নেয়া হয়েছে। পৌরবাজার উন্নয়নে ২ কোটি টাকার কাজ হাতে নেয়া হয়েছে। পৌর নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকরতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশেষ কমিউনিটি পুলিশিং ব্যবস্থার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।
দীর্ঘ সময় ধরে তাঁর উন্নয়ন পরিকল্পনা জানিয়ে সাংবাদিকদের কাছে মন্তব্য পরামর্শ জানাতে অনুরোধ তিনি করেন। সাংবাদিকগন তার পরিকল্পনা ও চলমান কাজের প্রসংসা করেন এবং জলাবদ্ধ ও যানজট নিরসন এবং বেসরকারী স্বাস্থ্যসেবা সহজ লভ্য করার মতো গুরুত্বপূর্নর পরামর্শ দেন। এসময় সাংবাদিক আলমগীর ইউছুপ(ইত্তেফাক) সামছুল হাছান মিরন(কালের কন্ঠ) লিয়াকত আলী খান( মানব কন্ঠ) মেজবাহুল হক( চ্যানেল-২৪) আবদুর রহিম (এসএ টিভি) গোলাম মহিউদ্দিন নসু(সমকাল) আবু নাছের মঞ্জু( ইন্ডিডেন্ডেন্ট টিভি) প্রমূখ আলোচনায় অংশ গ্রহন করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.