| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
নোয়াখালী(দক্ষিন) প্রতিনিধি
নোয়াখালীর একলাশপুর এলাকায় অন্তত দুই হাজার গ্যাস ব্যবহারকারী বিল প্রদানে চরম দূর্ভোগের শিকার হচ্ছে। স্থানীয় একলাশপুর রুপালী ব্যাংকে গ্যাস বিল প্রদানের ব্যবস্থা করতে তারা সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী করছে।
নোয়াখালীর মাইজদী বাজারের উত্তরে অনন্তপুর-গাবুয়া-একলাশপুর-রমজানবিবি- নাজিরপুর এলাকায় গ্যাস ব্যবহারকারী গৃহস্থলী গ্রাহক প্রায় দুই হাজারের বেশী। সিএনজি ফিলিং ষ্টেশন দুইটি। অত্র এলাকার একলাশপুর বাজারে রুপালী ব্যাংকের একটি শাখা রয়েছে- যেখানে বিদ্যুৎ বিল পরিশোধসহ অন্যান্য সেবা প্রদান করা হয়।
একলাশপুর ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান, একলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুদ্দৌলা,পল্লি চিকিৎসক ডাঃ আবদুর ওহাব,গাবুয়া বাজারের অন্যতম ব্যবসায়ী হাজি আবদুল গোফরানসহ স্থানীয়রা বলেন, এলাকার ব্যাংকে গ্যাস বিল পরিশোধের সূযোগ থাকলে গ্রাহকরা উপকৃত হবে, পাশাপাশি ব্যাংকের তহবিল বৃদ্ধিতে সুবিধা হবে।
একলাশপুর রুপালী ব্যাংকের ম্যানেজার মামুনুর রশিদ বলেন, গ্যাস বিল গ্রহনের জন্য কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অবশ্যই আন্তরিক সেবা দেয়ার ব্যবস্থা নেয়া হবে।
নোয়াখালী গ্যাস অফিসের রাজস্ব কর্মকর্তা শাহাব উদ্দিন, উপ-মহা ব্যবস্থাপক সোলাইমান বলেন,কর্তৃপক্ষ অনুমোদন দিলে নোয়াখালী অফিস সর্বাত্বক সহযোগীতা করবেন।
©somewhere in net ltd.