| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
নোয়াখালী প্রতিনিধি :
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতাদি চালু ও পেনশন প্রথা চালুর দাবিতে নোয়াখালীতে সোমবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়শনের দেশব্যাপী কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালী, চৌমুহনী, চাটখিল, সোনাইমুড়ি, সেনবাগ, কবিরহাট, বসুরহাট ও হাতিয়া পৌরসভায় একই কর্মসূচি পালন করা হয়।
নোয়াখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচীতে প্রধান ফটকে অনুষ্ঠিত কর্মবিরতিতে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়–য়া, সচিব শ্যামল কুমার দত্ত, কর্মকর্তা-কর্মচারী এসোসিয়শনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোর্ত্তুজা, দপ্তর সম্পাদক আবদুল হালিম প্রমূখ।
চৌমুহনী পৌরসভার কর্মসূচীতে ব্যক্তব্য রাখেন পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন নোয়াখালী জেলা শাখার সভাপতি ও চৌমুহনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকের হোসেন, সহসভাপতি ও পৌর সচিব কাইউম উদ্দিন, সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মুর্শিদা বেগম, চৌমুহনী পৌর কর্মচারী সংসদের সভাপতি ও কর নির্ধারক মাজহারুল ইসলাম, সাধারন সম্পাদক ও সেনেটারী ইন্সপেক্টর মোঃশহীদুল ইসলাম সবুজ প্রমুখ।
বক্তাগন বলেন, পৌরসভার সকল কর্মকর্তা- কর্মচারী সরকারী সকল বিধি বিধান যথাযথভাবে প্রতি পালন সাপেক্ষে নিয়োগ লাভ করেন এবং অন্য সব সরকারী প্রতিষ্ঠানের ন্যায় প্রজাতন্ত্রের সকল কাজ করে থাকেন।
তাই পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারী কোষাগার হতে প্রদানের জন্য তারা জোর দাবী জানান। উক্ত কর্মসূচীর সাথে একাত্বতা প্রকাশ করেন চৌমুহনী পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন ও চৌমুহনী পৌরসভার কাউন্সিলর বাহার উল্যা, নুরুল ইসলাম বাবুল, খোকন ঘোষ, চন্দ্রনরানী রায় প্রমূখ।

©somewhere in net ltd.