নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু › বিস্তারিত পোস্টঃ

-বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ----একাডেমিক ভবন-শিক্ষক স্বল্পতা ও ছাত্রাবাসের অভাবে দূর্ভোগে শিক্ষার্থী----

০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৮:১০



নোয়াখালী

নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেনীর ইলেট্রিক্যাল,কম্পিউটার ,মেকানিক্যাল ট্রেড কোর্সসহ ইলেকট্রিক এন্ড পাওয়ার বিষয়ে ৪ বছরের টেকনোলজী ডিপ্লোমা কোর্সে বর্তমান শিক্ষার্থী সংখ্যা এক হাজার ৮৪ জন। নীতি মালা মোতাবেক ট্রেড কোর্সের শিক্ষক-প্রশিক্ষকসহ পদের সংখ্য ৩০জন। তন্মধ্যে আছে ১৭ জন। ৪ বছরের ডিপ্লোমা কোর্সের জন্য এখনো নতুন কোন শিক্ষক দেয়া হয়নি।
৪ একরের অধিক সম্পত্তি থাকার পরও একাডেমিক ভবন ও ছাত্রাবাসের অভাবে শিক্ষার্থীরা সীমাহীন দূর্ভোগে ভ’গছে।সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ স্থানীয় দায়িত্বশীল রাজনৈতিক নেত¦বৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাগন সু নজর দিলে দ্রুততম সময়ে এসব সমস্য সমাধান সম্ভব। ফলে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকারে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি যথার্থ অবদান রাখতে পারবে।শিক্ষার্থীরা স্ব নির্ভর হবে। দেশ ও জাতী কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে।
ডিপ্লোমা-ইঞ্জিনিয়ারিং কোর্সের দ্বিতৃীয় পর্বের শিক্ষার্থীদের এক ওরিয়েন্টশান সভায় গত মঙ্গলবার বক্তরা এসব কথা বলেন।কলেজ অধ্যক্ষ উৎপল কুমার ভ’ঞ্রার সভাপত্বিতে অনুষ্ঠান সঞ্চালন করেন কম্পিউটার বিভাগীয় প্রধান নাছিম আহাম্মেদ ও ভাষা শিক্ষক মাহবুবা আক্তার।
অতিথিদের মধ্যে কারিগরি শিক্ষার গুরুত্ব, সূযোগ ও সম্ভবনা তথা বর্তমান সরকারের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে উদ্বুদ্ধকরন আলোচনা করেন, চৌমুহনী প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক,সাংবাদিক গোলাম মহিউদ্দিন নসু, কারিগরি শিক্ষা উদ্দ্যোক্তা গিয়াস উদ্দিন মিঠু, নোয়াখালী ডিপ্লোমা এসোসিয়েশেনের সভাপতি,চৌমুহনী পৌরসভার প্রকৌশলী(বিদ্যু) আলী আকবর পাটোয়ারী ও ডেল্টা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবদুল্ল্যাহ ফারুক।
এর আগে প্রাতিষ্ঠানিক নিয়মাবলী ও শিক্ষার্থীদের করনীয় বিষয়ে আলোচনা করেন একাডেমিক ইনচার্জ-(ডিপ্লোমা) হারুনুর রশিদ,রবিউল হোসেন, মিজানুর রহমান প্রমূখ। এ ছাড়া শিক্ষ্থর্াীদের অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেস রিয়াজুল ইসলাম,আবদুর সবুর, মোশারফ হোসেন ।
কারিগরি শিক্ষার প্রসারের কথা ভেবে বেগমগঞ্জ ভোকেশনাল স্কুল প্রতিষ্ঠাকালে ৪.১ একর জায়গা অধিগ্রহন করে একটি ভবন নির্মান করে কার্যক্রম শুরু করা হয়েছিল্। পরবর্তী সময়ে স্কুল এন্ড কলেজে উন্নীত করে নতুন কার্যক্রম শুরু হলেও নতুন ভবন নির্মানের কোন উদ্যোগ নেয়া হয়নি। গত বছর থেকে দুইটি টেকনোলজি ড্রিপ্লোমা কোর্স চালু করা হয়। বর্তমানে সকল বিভাগে লক্ষমাত্র অনুযায়ী শিক্ষার্থী থাকলেও প্রয়োজনী সংখ্যক শিক্ষক, একাডেমিক ভবনসহ ছাত্রাবাসের সুবিধা না থাকায় শিক্ষার্থীরা দূর্ভোগে রয়েছে। দ্রুততম সময়ে এসব অভাব পুরনে বক্তরা কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.