নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের দাবী

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬


৭ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক


নোয়খালী(দক্ষিন)প্রতিনিধি

রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা-পেনসনসহ অন্যান্য সূযোগ সুবিধা প্রদানের দাবী করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন(বাপৌসাএ)। এরই মধ্যে দাবী পূরন না হলে আগামী ৭ অক্টোবর ঢাকায় মাহসমাবেশ করে দাবী আদায় পর্যন্ত আন্দোলন চালিয়ে চাওয়া যাওয়ার ঘোষনা দেন।
চট্রগ্রাম বিভাগীয় পৌর মেয়রগন ও নোয়াখালীর স্থানীয় সংসদ সদস্যবৃন্দ তাদের এ দাবী ন্যায্য মনে করে দাবী বাস্তবায়নের জন্য বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রীর নিকট সুপারশি করেছেন।

শনিবার নোয়াখালী পৌরসভা চত্বরে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চট্রগ্রাম বিভাগীয় সমাবেশে বক্তারা এসব দাবী করেন এবং অতিথি হিসাবে উপস্থিত মেয়র ওএমপিগন তাদের বক্তৃতায় এ সুপারিশ করেন।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের চট্রগ্রাম বিভাগীয় সভাপতি আবুল কালাম ভ’ইয়ার সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন নোয়াখালী পৌরসভার মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহিদউল্যা খাঁন সোহেল। স্বাগত বক্তব্য রাখেন চট্রগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক চৌমুহনী পৌরসভার সহকারী প্রকৌশলী মোজাম্মেল হোসেন । প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামূল করিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী -৩ আসনের সংসদ সদস্য বিশিষ্টি শিল্পপতি মামুনুর রশিদ কিরন, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সলসহ চট্রগ্রাম বিভাগের বিভিন্ন পৌরসভার মেয়রবৃন্দ।
সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাপৌসাএ-র কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্্যা,বিশেষ বক্তব্য প্রদান করেন সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সি- সহসভাপতি আব্দুছ ছাত্তার, যুগ্ন্ সম্পাদক শফিকুল ইসলাম পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনসহ প্রমূখ।
কেন্দ্রীয় কমিটির সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, দেশের ৩২৬টি পৌরসভার মধ্যে চট্রগ্রাম বিভাগে ৬৩টি পৌরসভায় বেতন,পিএফ,গ্রাচুইটি,সম্মানী এবং অণ্যান্য পাওনা বাবদ প্রায় ৪৫ কোটি টাকা বকেয়া রয়েছে। এরই মধ্যে ১১২ জন কর্মচারী অবসরে গেছেন। তাদের বকেয়া পাওনার পরিমান প্রায় সাড়ে ৮ কোটি। পেনশনের টাকা না পেয়ে অনেকে অর্ধাহারে আনাহারে বিনা চিকিৎসায় দূর্ভোগে রয়েছে। বাংলাদেশের অনেক পৌরসভা ২ থেকে ৫২ মাসের বেতন বাকি পাওনা রয়েছে। এবারেও ঈদের বেতন-বোনাস ৬৫% পায়নি।সারা দেশে বকেয়া পাওনার পরিমান ৫১৬ কোটি টাকা। অবসরে যাওয়া কর্মচারীদের পাওনা ১২৫ কোটি টাকা। অনতিবিলম্ভে কর্মচারীদের বকেয়া পরিশোধ করে সরকারী কোষাগার থেকে তাদের বেতন ও পেনশন প্রদানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামী ৭ অক্টোবরে ঢাকায় মহা সমাবেশ করে দাবী পূরন না হওয়া পর্যন্ত আšেদালন চালিয়ে যাওয়া হবে।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। উন্নয়নমূখী সরকার। পৌরসভার দেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ন বিভাগ। পৌরকর্মকর্তা-কর্মচারীদের এ নায্য দাবীর সমর্থনে একটি স্বারকলিপি তৈরী করে পৌর মেয়র ও স্থানীয় এমপিগনদের স্বাক্ষর নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারলে এ সমস্যা সমাধান হয়ে যাবে বলে তাঁর বিশ্বাস। এ কাজে তিনি পৌরসভা সার্ভিস এসোসিয়েশনকে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। মেয়রগনকে সহযোগীতা করার অনুরোধ জানান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.