নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু › বিস্তারিত পোস্টঃ

‘মহিষ’র দই আর সাগর কন্যা ‘নিঝুম দ্বীপ’ নোয়াখালীর ব্র্যান্ডিং

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৮



গোলাম মহিউদ্দিন নসু,নোয়াখালী(দক্ষিন)

নোয়াখালীর উপক’লীয় অঞ্চল সুবর্নচর-কবিরহাট-কোম্পানীগঞ্জের ঐতিহ্য ‘মহিষ’র দই আর হাতিয়ার সাগর কন্যা খ্যাত ‘নিঝুম দ্বীপ’ নোয়াখালী জেলার ব্র্যান্ডিং হিসাবে জেলা প্রশাসন চুড়ান্তভাবে নির্বাচিত করেছে। ‘নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী’ লিখে দ্বীপ ও মহিষ-মাছ ও হরিন’র ছবির সমন্বয়ে একটি চমৎকার লগো প্রকাশ করেছে।
বাংলাদেশ তথা সারা বিশ্বে এ ব্র্যান্ডে নোয়াখালীকে তুলে ধরতে বা প্রচার প্রচারনার মাধ্যমে প্রতিষ্ঠা করতে সাংবাদিকসহ সকলের কাছে সহযোগীতা চেয়েছেন নোয়াখালী জেলা প্রশাসন।
গতকাল সোমবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘ প্রধান মন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটু আই) প্রোগ্রাম এর আওতায় জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতায়ন,উদ্ভাবকের খোঁজে’ শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে প্রশাসন এ সব তথ্য জানান। এ সময় জেলার প্রিন্ট ওইলেক্ট্রনিক মিডিয়ার অন্তত ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে শিক্ষা ও আইসিটি বিষয়ক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার। জেলা তথ্য কর্মকতা কৃপাময় চাকমার সঞ্চালনায় বিশেষ সহায়তায় ছিলেন জেলার সিনিয়র ম্যাজিষ্টেট নুসরাত ফাতেমা প্রমূখ।
এসময় শিক্ষার্থীদের সৃজনশীলতা,মেধা বিকাশ ও সুস্থ্ বিনোদনের জন্য সরকারী উদ্যোগ ‘কিশোর বাতায়ন’র বিষয়ে বিস্তারিত তথ্য প্রজেক্টরের মাধ্যমে অবহিত করা হয়।
প্রধানমন্ত্রী ঘোষিত রুপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রাম জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বিভিন্ন মন্ত্রনালয় ও দপ্তর সমূহের উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে এটুআই এর অন্যতম উদ্যোগ হিউম্যান ডেভেলরপমেন্ট মিডিয়া বহুবিধ উন্নয়নমূলক প্রোগ্রাম নির্মান করছে। হিউম্যান ডেেেভলপ মেন্ট মিডিয়ার মাধ্যমে শিক্ষা,জীবন- জীবিকা,মানব উন্নয়ন,প্রশিক্ষন,জনসচেতনতামূলক নানা অনুষ্ঠান নির্মান ও প্রচার করছে বলেও সাংবাদিকদের জানানো হয়।
নোয়াখালী জেলায় এ সব কর্মসূচী নিয়মতান্ত্রিকভাবে দ্রুততম সময়ের সুদৃঢ়ভাবে চালু করন ও প্রতিষ্ঠার জন্য তিন পর্যায়ে জেলা প্রশাসন পরিকল্পনা গ্রহন করছে। যার সুফল সহসা পাওয়া যাবে বলে প্রশাসন আশা করছে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.