| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
নোয়াখালী(দক্ষিন)প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়িতে দুই বছর আগে হেযবুত তওহীদের দুই সদস্যকে নৃশংসভাবে হত্যা,বাড়িঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচার দাবী করেছেন ঔ সংঘঠনের নেত্ববৃন্দ।
বুধবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবী করেন।
জেলা সভাপতি গোলাম কবিরের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারন সম্পাদক মামুনুল ইসলাম। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় নেতা মোঃ নুরুল আসসাব সোহাগ।
তারা জানান, ২০১৬ সালের ১৪ মার্চ তারিখে সোনাইমুড়ির পোরকরা গ্রামে একটি মসজিদ নির্মানের কালে জামাত শিবির,হেফাজত গংরা তাদের কর্মীদের আক্রমন করে এবং মসজিদের নির্মান কাজ ভেঙ্গে ফেলে। এসময় আক্রমনকারীরা হেযবুত তওহীদের সদস্য সোলায়মান খোকন ও ইব্রাহিম রুবেলকে নির্মমভাবে মারধোর করে,হাত পায়ের রগ কেটে দেয়,চোখ উপড়ে ফেলে জবাই করে হত্যা করে এবং পেট্রোল ঢেলে মৃতদের শরীরে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায় আহত,অবরুদ্ধ অন্যান্যদের পুলিশ উদ্ধার করে নেয়ার পথেও তাদের প্রতি হামলা চালায়।
সংবাদ সম্মেলনে এ ঘটনাকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা ও জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করা এবং নির্দোষ হিযবুত তওহীদের ১১৪ জন সদস্যকে মামলা থেকে অব্যাহতির দাবি সহ ৯টি দাবি তুলে ধরা হয়।
এ ঘটনায় হেযবুল তওহীদের পক্ষে থানায় দায়েরকৃত মামলার অধিকাংশ আসামীকে আজো আইনের আওতায় আনা হয়নি। যাদেরকে গ্রেফতার করা হয়েছে,তারা খুব অল্প সময়ে জামিনে বেরিয়ে এসে নানা হুমকি দিতেছে।
এ ঘটনায় উষ্কানি দাতাসহ নেপথ্য নায়কদের দ্রুত আইনের আওতায় আনার দাবী করে ভষ্মীভ’ত ঘরসমূহ পূনঃ নির্মান ও ক্ষতিগ্রস্থ হেযবুত তওহীদ সদস্যদের ক্ষতি পূরনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
©somewhere in net ltd.