| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
উন্নয়নশীল দেশের সুফল পেতে
গোলাম মহিউদ্দিন নসু,নোয়াখালী(দক্ষিন)
‘‘স্বাধীনতার অঙ্গীকার মাদকমুক্ত পরিবার’’ এ শ্লোগানকে নিজেদের পরিবারে ধারণ করার শপথ করেছেন নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৫শতাধিক শিক্ষার্থী।
কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক এর কন্ঠে কন্ঠ মিলিয়ে তারা স্বেচ্ছায় শপথ করলেন, ‘আমরা নিজেরা যাবতীয় মাদকের ব্যবহার থেকে নিজেরা নিরাপদ থাকবো এবং আমাদের পরিবারকেও মাদকের ছোবল থেকে রক্ষা করে মাদক মুক্ত সমাজ গঠনে সর্বাত্বক চেষ্টা করবো।’
গতকাল সোমবার ৪৮তম মহান স্বাধীনতা দিবসে কলেজ ক্যাম্পাসে ধূমপান, মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় শিক্ষার্থীসহ উপস্থিত সকলে এ শপথ গ্রহন করেন।
নোয়াখালী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ অুনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল।কলেজ অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিগণ মাদকের বিরুদ্ধে প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে কাজ করারও অঙ্গীকার করেন। তারা বলেন বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। স্বাধীন বাংলাদেশে উন্নয়নের সুফল পেতে হলে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সকলকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে নোয়াখালী কমেডি ক্লাবের সদস্যরা মাদকের নানা কুফল তুলে ধরে কমেডি শো ও ম্যাজিক প্রদর্শন করে অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলেন।

©somewhere in net ltd.