| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
নোয়াখালী(দক্ষিন)প্রতিনিধি
বিদেশ যেতে ইচ্ছুক বাংলাদেশীদের বিবাহ সংক্রান্ত কাগজ প্রত্রাদির সঠিকতা যাচাইয়ের নামে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস কর্তৃক নিকাহ রেজিষ্টারদের নানা ভাবে হয়রানির অভিযোগ করছেন পূর্বাঞ্চলীয় নিকাহ রেজিষ্টার কল্যান সমিতির নেত্ববৃন্দ।
শনিবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি হলে নিকাহ রেজিষ্টার কল্যান সমিতির কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক অধ্যাপক কাজি ছাবের আহাম্মদ লিখিত বক্তব্যে বলেন, বিভিন্ন সময়ে দূতাবাস হতে মোবাইলের মাধ্যমে যে কোন ব্যাক্তির বিবাহ সংক্রান্ত তথ্যাদি নেয়া হয়ে থাকে। তথাপিয় পূর্বে অবহিত না করে দূতাবাসের লোকজন সরজমিনে রেজিষ্ট্রকৃত বালাম বহি তদন্ত করেন,বালামে লিখিত তথ্যাদির ফটো তোলেন; যা দেয়ার কোন বিধান নাই।তাছাড়া নিবন্ধন বিধিমালা অনুযায়ী কোন প্রকার ফি না দিয়া জবর দস্তি অচরন করে এগুলো দিতে বাধ্য করেন। এ ছাড়াও নিকাহ রেজিষ্টারের নিয়োগপত্র ও জাতীয় পরিচয় পত্রের কপি দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। বিষয়গুলো দূতাবাসের এখতিয়ার বহিভ’ত বিধায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও মন্ত্রনালয়কে জানানো হয়েছে।
দূতাবাসের এসব বিষয়ে আইনগত কোন ভিত্তি না থাকার পরও অবৈধ প্রভাব খাটাইয়া অন্যায় সূযোগ সুবিধা আদায়ের চেষ্টা বন্ধে কর্তৃপক্ষের জোরালো ভুমিকা দাবী করেন।
নোয়াখালী জেলা নিকাহ রেজিষ্টার কল্যান সমিতির সভাপতি মাওলানা কাজি মোজাম্মেল হক ভ’ইয়ার সভাপতিত্বে, সিনিয়র সহ সভাপতি কাজি সরওয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সাধারন সম্পাদক কাজি মাওলানা আবদুজ জাহের, পর্বাঞ্চলীয় সভাপতি কাজি মাওলানা মোজাম্মেল হোসেন, লক্ষিপুর জেলা সভাপতি কাজি মুফতি আবদুর রহমান,সহ সভাপতি কাজি মাওলানা মাহমুদুল হক নান্নু,সহ সভাপতি কাজি মাওলানা আবুবকর,কাজি শাহাব উদ্দিন প্রমূখ।
সংবাদ সম্মেলনে চট্রগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলিক সংগঠনের শতাধিক নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

©somewhere in net ltd.