নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু › বিস্তারিত পোস্টঃ

বিদ্যুৎ সাপ্তাহ উদযাপন উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে নানা আয়োজন

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২০


গোলাম মহিউদ্দিন নসু,নোয়াখালী থেকে
নোয়াখালী জেলার বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগ বেগমগঞ্জের উদ্যোগে ৬ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার সকালে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে বিদ্যুৎ সাপ্তাহের উদ্বোধন করা হয়।
বেগমগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরন শাখার নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান ও উপ সহকারী প্রকৌশলী সারোয়ার হোসেনের নেতৃত্বে সকালে বেগমগঞ্জ বিদ্যুৎ অফিস থেকে বিভিন্ন পোষ্টার ও ব্যানার নিয়ে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে চৌরাস্তার বীর উত্তম শহীদ রুহুল আমিন স্কয়ার প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে। এ সময় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রকৌশলী বোরহান উদ্দিন ও প্রকৌশলী ইব্রাহীমের নেতৃত্বে সকল পর্যায়ের কর্মচারী-কর্মকর্তাদের অংশগ্রহনে একটি র‌্যালী সমাবেশে যোগ দেয়।
নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র মজুমদার ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম অতিথি হিসাবে উপস্থিত হয়ে বেলুন ও পায়রা উড়িয়ে বিদ্যুৎ সাপ্তাহের উদ্বোধন করেন। র‌্যালীটি পূনরায় বিদ্যুৎ অফিসে ফিরে আসলে নোয়াখালী আঞ্চলিক হিসাব দপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোজাম্মেল হোসেন ও উপ পরিচালক সৈয়দ সাদেকুর রহমান সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
র‌্যালী ও উদ্বোধনী সভায় অন্যান্যদের মাঝে অংশগ্রহন করেন, বেগমগঞ্জ বিদ্যুৎ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম,বিদ্যুৎকর্মচারী সমিতির সভাপতি, প্রধান সহকারী সফিকুল ইসলাম, কার্যকরী সভাপতি মনিরুজ্জামান, সহ সভাপতি আবুল হারেছ,শাহাব উল্যা ও হুমায়ুন কবির, সাধারন সম্পাদক আকবর হোসেন, নোয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব,সিবিএ প্রধান উপদেষ্টা আলহাজ্ব এবিএম ছিদ্দিক প্রমূখ।
জাতীয় বিদ্যুৎ সাপ্তাহ উপলক্ষ্যে গত ১০ জুলাই/১৮ তারিখে বেগমগঞ্জ উপজেলা মিলনায়তনে“ নবায়ন যোগ্য জ্বালানী,জ্বালানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষণ” বিষযক বক্তৃতা প্রতিযোগীতায় ১ম স্থান অধিকারীনি গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাজিয়া সালমাবিল,২য় স্থান অধিকারীনি মদন মহন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাজিয়া জাহান হোসেন ও ৩য় স্থান অধিকারীনি ছয়ানী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরিনা আক্তারকে অনুষ্ঠানের শেষে নির্বাহী প্রকৌশলী সনদপত্র ও পুরস্কার প্রদান করেন।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আগামী ২ দিন বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি প্রদর্শনের উদ্দেশ্যে বিদ্যুৎ মেলা, বকেয়া আদায়ে গ্রাহকদের উদ্বোদ্ধ করন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করনসহ ইত্যাদি কর্মসূচী পালন করা হবে বলে নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.