নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু › বিস্তারিত পোস্টঃ

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক অবরোধ ঘটনার জেরে দোকান-বাড়ী ভাংচুর

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬


নোয়াখালী প্রতিনিধি
রাজশাহী আ’লীগের নেতাকে অপহরনের অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জে রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদককে আটকের ঘটনার জের ধরে মঙ্গলবার চৌমুহনী পৌর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজের দোকান ও বাড়ী ভাংচুরের করা হয়। এ ঘটনায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও নারী পূরুষসহ ১০-১৫জন আহত হয়েছে বলে রিয়াজের দাবী। রিয়াজ বলেন- জাহাঙ্গীর,ফয়সল রাসেল,জুয়েল, শিবির কর্মী আশিক, নাইমউদ্দিন রাসেল,খালাসি সমুনসহ ৫শতাধিক লোকজন এঘটনা করেছে, যা মেয়র ফয়সলের কথায় হয়েছে। ঘটনার সময় উশৃঙ্খল কর্মী সমর্থকদের ছোড়া ইটে পোষ্ট অফিসের ৪০টি জানালার গ্লাস ভেঙে গেছে। পোষ্ট মাষ্টার জাহাঙ্গীর হোসেন জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করছে।ব্যবসায়ীসহ বিভিন্ন কর্মজীবিরা আতঙ্কগ্রস্থ। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সতর্ক অবস্থায় অফিস কার্যক্রম পরিচালিত হচ্ছে। বেগমগঞ্জ উপজেলার সহকারী পুলিশ সুপার শাহজাহান শেখ জানান,পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে।
রিয়াজের অভিযোগ অস্বীকার করে মেয়র আক্তার হোসেন ফয়সল জানান, তার বাড়ীতে কারা কেন হামলা করেছে তিনি কিছুই জানেন না। তবে দলের স্বার্থে ,১৩ তারিখে রাষ্টীয় প্রোগ্রামে আসা মমতাজ বেগম এমপির গাড়ী বহর নিরাপদে যাওয়ার বিষয়ে তিনি পুলিশকে সহযোগীতা করেছেন।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ মোল্লা জানান, এ যাবত ঘটনায় কেউ কোন মামলা করেনি। তবে পুলিশ বাদী হয়ে মামলা করেছে, দোষীদের আটকের চেষ্টা চলছে।
এমপি মামুনুর রশিদ কিরনের বক্তব্যের জন্য চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, গরু ব্যবসায়ী বদিউজ্জামানকে রসুলপুর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল খালেক ওরপে কসাই খালেক ১২ সেপ্টেম্বর বুধবার রাতে চৌমুহনী থেকে অপহরন করার অভিযোগ পায় পুলিশ। পরদিন বৃহস্প্রতিবার ভোরে ডিবি পুলিশ আবদুল খালেকের বাড়ী থেকে তাকে উদ্ধার করে এবং খালেককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বেগমগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনচারী তার কিছু সহকর্মী নিয়ে কসাই খালেককে থানা থেকে ছাড়িয়ে নিতে তদ্ববির করে। খালেককে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে এডভোকেট আনচারীর নেতৃত্বে ওসি ফিরোজ মোল্লার বিরুদ্ধে অশালিন শ্লোগান দিয়ে মিছিল করে এবং সেতু ভাঙ্গায় নোয়াখালী-ফেনী সড়ক অবরোধ করে। এ ঘটনায় উভয় পাশে কয়েকশ গাড়ী অবরোধে আটকা পড়ে। এ সময় নোয়াখালীর উন্নয়ন মেলায় যোগ দিতে আসা কন্ঠ শিল্পী মমতাজ বেগম এমপির গাড়ী বহরও আটকা পড়ে।সংবাদ পেয়ে ও জেলা কর্তৃপক্ষের নির্দেশ বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি,চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধ উঠিয়ে নিতে অনুরোধ করে। কিন্ত অবরোধকারীরা কোন কথায় সম্মত না হলে বাকবিতন্ডা হয়।এ পর্যায়ে অবরোধকারী এডভোকেট আনচারী ও তার সহযোগী(এমপি মামুনুর রশিদ কিরন সমর্থক)দের সাথে পুলিশের ও মেয়র সমর্থকদের সাথে ত্রিমূখী সংঘর্ষ ঘটে। এ ঘটনায় এডভোকেট আনচারীসহ অন্তত ২০-২৫ আহত হয়। আহত আনচারী ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তাঁর সহকর্মীরা জানিয়েছে। তবে তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোন কথা বলা যায়নি।
এ ঘটনার প্রতিবাদে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এমপি মামুনুর রশিদ কিরনের আহব্বানে চৌমহনী পাবলিক হল চত্তরে সোমবার বিকালে প্রতিবাদ সভার আহব্বান করা হয়। উক্ত প্রতিবাদ সভা মঞ্চ থেকে আ’লীগের অপরপক্ষকে সন্ত্রাসী ও জঙ্গীবাদী আখ্যায়িত করায় কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে আবারো সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বেশ কিছু কর্মী- সমর্থক আহত হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.