| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
গোলাম মহিউদ্দিন নসু,নোয়াখালী থেকে-
এক লাখ চল্লিশ হাজার জনসংখ্যা নিয়ে ২০.৭০ কিলো মিটারের ঐতিহ্যবাহী চৌমুহনী পৌরসভা। ১৯৭৩ সালে তৃতীয় শ্রেণির পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ধারা বাহিক উন্নয়নে নাগরিক সুবিধা বৃদ্ধি করে এটি ১ম শ্রেনীর পৌরসভা হিসাবে উন্নীত হয়। বর্তমান মেয়র আক্তার হোসেন ফয়সল নির্বাচিত হয়ে গত ৪ বছর ৩ মাসে ৯৬ কোটি ৩৭ লাখ টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন এবং ১৪৯ কোটি ৫০ লাখ টাকার কাজ চলমান রয়েছে বলে অফিস সূত্র জানায়।
আলোচনাকালে জনাব ফয়সল আরো বলেন,পৌরসভাধীন এ সব উন্নয়নের বাহিরে তাঁর রাজনৈতিক –সামাজিক পরিচিতি ও ক্ষমতা কাজে লাগিয়ে চৌমুহনী বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া সড়ক বিভাগের ১ কিলোমিটার রাস্তার প্রপয় ৩ কোটি টাকা ব্যায়ে উন্নয়ন করা হয়েছে। নোয়াখালী আমাউ কলেজের ৫শ শয্যা হাসপাতাল জননেতা নুরুল হক আধুনিক হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন তাঁ নেতৃত্বাধীন আন্দোলনের ফসল।চৌমুহনী পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার এ অল্প সময়ে এত সব উন্নয়ন কাজ করে তিনি প্রমান করছেন-আগামীতে আরো বড় কোন দায়িত্ব পালনের সূযোগ পেলে তিনি যথার্থ তা পালনের মাধ্যমে জনগনের উপকার করতে সক্ষম হবেন বলে তিনি আশা করেন।
*২০১৪ সালের এপ্রিল মাসে নির্বাচিত হয়ে টএওওচ-ওও : প্রকল্পের আওতায় ২০১৩-১৪ অর্থ বছরের শেষার্ধে ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এ্যাডঃ জয়নাল আবেদীন সড়ক, চেয়ারম্যান শাহ আলম সড়ক, জালাল আহমেদ সড়ক, রাবেয়া হাসপাতালের সামনের সড়কসহ বেশ কয়েকটির উন্নয়ন কাজ করেছেন।
*২০১৪-১৫ অর্থ বছরে ১৪ কোটি ৮৮ লক্ষ টাকার উন্নয়নমুলক কাজ বাস্তবায়ন করেছেন। যেমন এডিপি তহবিলের আওতায় ২ কোটি টাকা ব্যয়ে ২৩টি প্রল্পের মাধ্যমে ২০টি রাস্তা, ০১টি ড্রেন, ২০টি ডাষ্টবিন ও ১টি আরসিসি ঘাটলার কাজ সম্পন্ন করেন এবং পৌরসভার নিজস্ব^ তহবিলে ৩ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন, ঘাটলা, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও রাস্তার সড়ক বাতির উন্নয়ন সহ মোট ১২৬টি প্রকল্প বাস্তবায়ন করেন। এবং অন-উন্নয়ন বাজেটে গৃহীত কর্মসুচী (চচঘই) এর আওতায় ২কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চৌমুহনী কাচারীবাড়ী মসজিদ থেকে দক্ষিন বাজার ষ্টিল ব্রিজ হয়ে কালীতলা রোড ও ব্যাংক রোড পর্যন্ত (১.১০ কিঃমিঃ) রাস্তা ও রাস্তার পাশে জ.ঈ.ঈ.ড্রেন নির্মাণ কাজ করেন। গুরুত্ত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ওটওউচ) এর আওতায় ৬ কোটি ৪৫লাখ ৫৮হাজার টাকা ব্যয়ে ১৬ টি প্যাকেজের মাধ্যমে ১৭টি রাস্তা উন্নয়ন, ১০ কিঃমিঃ ড্রেন এবং ৩টি কালভার্ট নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে।
* ২০১৫-১৬ অর্থ বছরে ৯ কোটি ৭৫ লক্ষ টাকার উন্নয়নমুলক কাজ বাস্তবায়ন করেছেন।যেমনঃ এডিপি তহবিলের আওতায় ৪ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ২৯টি প্যাকেজের মাধ্যমে ২৫টি রাস্তা উন্নয়ন, ২০০সেট সেনেটারী ল্যাট্রিন বিতরন ও ৮০০ সেট টিউব লাইট সেড স্থাপন কাজ সম্পন্ন করা হয় এবং পৌরসভার নিজস্ব তহবিলে ৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন, ঘাটলা, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও রাস্তার সড়ক বাতির উন্নয়ন সহ মোট ১৪০টি প্রকল্প বাস্তবায়ন করেন।
*২০১৬-১৭ অর্থ বছরে ১৯ কোটি ৩ লক্ষ টাকার উন্নয়নমুলক কাজ বাস্তবায়ন করেছেন। যেমনঃএডিপি বিশেষ বরাদ্ধে ১ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী পৌর অডিটোরিয়াম ভবন সংস্কার ও আধুনিকায়ন এবং পৌরসভার নিজস্ব তহবিলে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন, ঘাটলা, স্যানিটেশন, বর্জ ব্যবস্থাপনা ও রাস্তার সড়ক বাতির উন্নয়ন সহ ৫৮টি প্রকল্প বাস্তবায়ন করেছেন।
নিজস্ব তহবিলে ৬তলা বিশিষ্ট পৌর বিপনী বিতান মার্কেট ও ৬তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট পুনঃনির্মাণ কাজে সাড়ে ৭ কোটি টাকার কাজ বাস্তবায়ন করেন।বন্যা পরবর্তী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্যাকেজের মাধ্যমে রাস্তা, ড্রেন ও কালভার্ট নির্মাণ এবং বেগমগঞ্জ দিঘির চর্তুপাশে ১ কিঃমিঃ সিসি ব্লক স্থাপন কাজ বাস্তবায়ন করা হয়েছে। পানি সরবরাহ শাখার তহবিল থেকে ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ২টি প্রোডাকশন টিউবঅয়েল বা উৎপাদক নলকুপ স্থাপন সহ ট্রিটম্যান্ট প্ল্যান্ট সংস্কার ও পাইপলাইন স্থাপন সহ জড়ঃরহব গধরহঃবহধহপব ড়িৎশ সমুহ বাস্তবায়ন করা হয়।
*২০১৭-১৮ অর্থ বছরে ৪৭ কোটি ৯৪ লক্ষ টাকার উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন করেছেন। যেমনঃ অউই সাহায্যপুষ্ট টএওওচ-ওওও ডরহফড়-িই প্রকল্পের আওতায় প্রায় ১৪ কোটি টাকা ব্যায়ে ২৪টি রাস্তা ২১.৭ কিঃমিঃ এবং ০.৫৪ কিঃমিঃ ০২টি ড্রেন নির্মাণ কাজ করা হয়েছে। ৫নং ওয়াডের ধোপা বাড়ী ব্রিজ হতে টক্কার পোল পর্যন্ত ৬নং ওয়াডের চৌমুহনী ফলপট্টি রাস্তা উন্নয়ন রাস্তার পাশে ড্রেন নির্মাণ, ৭নং ওয়াডের লাড্ডু অয়েল মিল হতে মিয়ারপুল পর্যন্ত , দক্ষিনবাজার রিক্সা স্ট্যান্ড হতে আরিফ হাজীর পুল পর্যন্ত , মারকাজ মসিজদ হতে আরিফ হাজীর পুল পর্যন্ত , ৮নং ওয়ার্ডস্থ হাজীপুর আক্কাছ মিয়া সড়ক উন্নয়ন ও সড়কের পাশে ড্রেন নির্মাণ, ৪নং ওয়াডের শহীদ হাসান স্মৃতি সড়ক উন্নয়ন, ৩নং ওয়াডের জয়নাল আবেদনী মেমরিয়াল একাডেমী সংলগ্ন রোড ছাদু মিয়ার চা দোকান পর্যন্ত ও দক্ষিন আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হয়ে জালাল আহমেদ সড়ক পর্যন্ত , ১নং ওয়াডের কালাপোল খালপাড় রোড , ২নং ওয়াডের এ্যাডঃ জয়নাল আবেদীন রোড হতে মিন্টু মিয়ার বাড়ী ও ওয়াছেক হাজী বাড়ী রোড উন্নয়ন, নাজিরপুর কেরানী বাড়ী থেকে কাজী নগর এবং ইউছুফ মার্কেট পর্যন্ত রাস্তা উন্নয়ন।
পৌরসভার নিজস্ব তহবিলের আওতায় ৬তলা বিশিষ্ট পৌর বিপনী বিতান মার্কেট ও ৬তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট পুনঃনির্মাণ কাজে ৯ কোটি টাকার কাজ বাস্তবায়ন করা হয়।
পৌরসভার পানি সরবরাহ শাখার তহবিল থেকে ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ২টি প্রোডাকশন টিউবঅয়েল বা উৎপাদক নলকুপ স্থাপন সহ ট্রিটম্যান্ট প্ল্যান্ট সংস্কার ও পাইপলাইন স্থাপন সহ জড়ঃরহব গধরহঃবহধহপব ড়িৎশ সমুহ বাস্তবায়ন করা হয়।
এডিপি তহবিলের আওতায় ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ২৯টি প্রকল্পের মাধ্যমে ১১৩টি রাস্তা উন্নয়ন ও ২টি ড্রেন নির্মাণ এবং ২০০ সেট টিউব লাইট সেড স্থাপন বাস্তবায়নের কাজ চলমান রয়েছে এবং পৌরসভার নিজস্ব তহবিলের আওতায় ১কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন, ঘাটলা, স্যানিটেশন, বর্জ ব্যবস্থাপনা ও রাস্তার সড়ক বাতির উন্নয়ন সহ ১৩টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
বন্যা পরবর্তী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬ কোটি টাকা ব্যয়ে ২২টি প্যাকেজের মাধ্যমে মোট ৫৫টি রাস্তা ৩১.০০ কিঃমিঃ, ১৮টি ড্রেন ৪.২০কিঃমিঃ ও ৫টি কালভার্ট নির্মাণ এবং বেগমগঞ্জ দিঘির চর্তুপাশে ১ কিঃমিঃ সিসি ব্লক স্থাপন ও পৌর গোরস্থানের সৌন্দয্য বর্ধন উন্নয়ন কাজ শেষ পর্যায়ে রয়েছে।
জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় ঈযড়সিঁযধহর চড়ঁৎধংযাধ উৎধরহধমব উবাবষড়ঢ়সবহঃ চড়ৎড়লবপঃ প্রকল্পের আওতায় ২ কোটি টাকা ব্যয়ে নগরীর গুরুত্বপূর্ন ৪টি ড্রেন ৯৫০ মিটার নির্মাণ কাজ এবং পূর্বে নির্মিত ড্রেনের উপর ২৭০০ মিটার স্লাব স্থাপন কাজ শেষপর্যায়ে রয়েছে।
*১৪৯ কোটি ৫০ লক্ষ টাকার উন্নয়নমুলক কাজ চলমান ও প্রক্রিয়াধীন রয়েছে। যেমনঃ জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় ঈযড়সিঁযধহর চড়ঁৎধংযাধ উৎধরহধমব উবাবষড়ঢ়সবহঃ চড়ৎড়লবপঃ প্রকল্পের আওতায় আরো ২ কোটি টাকার কাজের অনুমোদন পাওয়া যায় যা অতি শীঘ্রই কাজের দরপত্র আহ্বান করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (ইগউঋ) প্রকল্পের আওতায় চৌমুহনী পৌরসভার জন্য ৪১ কোটি টাকা ব্যয়ে ৪টি উপ-প্রকল্প বাস্তবায়ন কাজ প্রক্রিয়াধীন। উপ-প্রকল্প সমুহ হল;(১) ১৩ কোটি টাকা ব্যয়ে চৌরাস্তায় আধুনিক পৌর বাস টার্মিনাল নির্মাণ। (২) ১০ কোটি টাকা ব্যয়ে চৌরাস্তায় ৬তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট নির্মাণ কাজ। (৩) ১০ কোটি টাকা ব্যয়ে পৌর ভবন সংগলœ ৮ তলা বিশিষ্ট পৌর কমিউনিটি সেন্টার কাম-কর্মাশিয়াল কমপ্লেক্স নির্মাণ কাজ। (৪) ০৭ কোটি টাকা ব্যয়ে পৌর ভবন সংলগ্ন বেগমগঞ্জ দিঘীর চর্তুপাশে বিনোদনের জন্য পৌর পার্ক নির্মাণ কাজ।
নিজস্ব তহবিলের আওতায় ৪৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট পৌর বাণিজ্য বিতান মার্কেট কাম-কর্মাশিয়াল কমপ্লেক্স নির্মানের ৪র্থ তলা পর্যন্ত নির্মাণ কাজ চলমান।
পৌরসভার নগর উন্নয়ন প্রকল্পের (কুয়েত ফান্ডের অর্থায়নে) আওতায় ১১ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট উন্নয়ন শীর্ষক প্রকল্প প্রক্রিয়াধীন আছে।বাংলাদেশ সরকার এঙই ফান্ডের অর্থায়নে ৫০কোটি টাকা ব্যয়ে চৌমুহনী পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারন ও উন্নয়ন শীর্ষক প্রকল্প অনুমোদনের প্রক্রিয়াধীন আছে।#

©somewhere in net ltd.