| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
গোলাম মহিউদ্দিন নসু
বেগমগঞ্জ,নোয়াখালী
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের সন্ত্রাসী নজরুল ইসলাম সবুজ (৩১), কে অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সবুজ একই ইউনিয়নের খিলপাড়া গ্রামের খোরশেদ আলম’র ছেলে।
মঙ্গলবার (৯জুন) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় সোনাইমুড়ী থানা পুলিশ সোনাইমুড়ীর বাংলা বাজার থেকে ৪’শ পিচ ইয়াবাসহ তাকে আটক করে। পরে রাত ১০ টার দিকে সোনাইমুড়ী থানা পুলিশ সবুজকে নিয়ে চাটখিল থানা পুলিশের সহযোগিতায় তার বাড়ীতে অভিযান চালায়। এ সময় সবুজের স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ী থেকে একটি পাইপগান ও ৪’শ পিচ ইয়াবা উদ্ধার করা করে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, তার বিরুদ্ধে চাটখিল, সোনাইমুড়ী থানায় ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।

©somewhere in net ltd.