![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং নির্ভরশীল শব্দটির নাম হচ্ছে ''বিশ্বাস''।
এ বিশ্বাসের উপর নির্ভর করে একটি সম্পর্কের সৃষ্টি হয়,
এ বিশ্বাসের উপর নির্ভর করে দুইটি মনের অবাধ খেলা শুরু হয়,
এ বিশ্বাসের উপর নির্ভর করে একটি প্রাণ অন্য প্রাণ কে পাওয়ার স্বপ্ন দেখার শুরু হয়,
এ বিশ্বাসের উপর নির্ভর করে সুখ শব্দটির উৎপত্তি হয়,
এ বিশ্বাসের উপর নির্ভর করে শান্তি সুখে পরিণত হয়,
এ বিশ্বাসের উপর নির্ভর করে প্রিয় সব অর্জন কে বিসর্জন দেওয়া হয়,
এ বিশ্বাসের উপর নির্ভর করে সবকিছু ত্যাগ করে প্রিয় মানুষটির হাত ধরা হয়,
এ বিশ্বাসের উপর নির্ভর করে সব কিছু দেওয়া নেওয়া হয়,
এ বিশ্বাসের উপর নির্ভর করে জীবনটাকে নতুনভাবে শুরু করার স্বপ্ন দেখা হয়,
এ বিশ্বাসের উপর নির্ভর করে হাজার টা দুঃখের মাঝেও অনেকটা সুখের সৃষ্টি হয়,
এ বিশ্বাসের উপর নির্ভর করে নিজেকে মানবতার সেবায় বিলিতে দেওয়ার শুরু হয়,
এ বিশ্বাসের উপর নির্ভর করে ভুল করার পরও ক্ষমা পাবো বলে বিধাতাকে ডাকার শুরু হয়,
কারো বিশ্বাস অর্জনের ক্ষমতা টুকু হয়তো আপনার নেই,
তাই বলে তো আপনি অন্য কারো বিশ্বাস ভাংতে পারেন না...!!!
সবাইকে ধন্যবাদ।
জয় হোক সত্যের, জয় হোক মানবতার।
©somewhere in net ltd.