নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি টা সবাই কম বেশি বুঝে।

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯

গতকাল যখন শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়া কে সমবেদনা জানানোর জন্য যাচ্ছেন, তখন আমার কাছে যে কি ভালো লেগেছিল তা বলে বুঝাতে পারবো না। পরে যখন শুনলাম গেট না খোলার কারণে মাননীয় প্রধানমন্ত্রী কে গেট এর বাহির থেকেই ফেরত আসতে হয়েছিলো, তখন অনেক খারাপ লেগেছে।
হয়তোবা রাজনৈতিক অস্থিরতা সমাধান হতে গিয়েও হল না..............................

প্রথম কথা হচ্ছে, হাজার সালাম মাননীয় প্রধানমন্ত্রী কে তাঁর এত বড় সিদ্ধান্তের জন্য।
দ্বিতীয় কথা হচ্ছে, দুই নেত্রীর সাক্ষাৎ হলে সেটা দেশের জন্য একটু হলেও ভালো হত।
আর তৃতীয় কথা হচ্ছে, ''কাউকে লাত্থি মেরে সরি বলার কোন মানে হয় না''
কে কার সাথে কেন দেখা করেনি, বা দেখা করলেই কি হত, তা নিয়ে আমি কিছু বলবো না।
কারণ, বলতে গেলেই রাজনৈতিক পাঁচফোড়ন দেখা যাবে।
আমি সাধারণ মানুষ, তাই সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে বলার চেষ্টা করছি,

গতকাল ও টিভি তে দেখেছি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার স্থান জেলখানায়, তো জেলখানায় পাঠিয়ে দেন, মানা করছে কে...???
ভাগ্যিস, জেলখানায় পাঠায় নি আওয়ামীলীগ, নাইলে মাননীয় প্রধানমন্ত্রী কে ওখানে সমবেদনা জানাতে যেয়ে হয়তোবা ফিরে আসতে হত।
একটু আগে প্রেস ক্লাবের সামনে দিয়ে আসছিলাম, ওখানে কিসের যেন সমাবেশ হচ্ছিল।
কোন এক নেতা সেখানে বলেছেন খালেদা জিয়া নাকি কালকে ভান ধরে ছিলেন???
ছেলের মৃত্যুতে মা সেন্সলেস হয়ে পড়াটা যদি ভান ধরা হয়ে থাকে তাইলে উনি ভান ধরে ছিলেন। আমি বলবো তথাকথিত কিছু সংখ্যক নেতার অতি উৎসাহী বক্তব্যের কারণে দেশের রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বেড়ে চলছে।

সবশেষে বলবো, বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতার জন্য বিএনপি জোটের যদি ৮০ ভাগ দোষ থাকে, তাহলে আওয়ামীলীগ জোটের দোষ হচ্ছে ৯০ ভাগ। কারণ তারা দেশের রাজনীতির অভিভাবক। মূর্খ লোক ভুল করলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু জ্ঞানীরা ভুল করলে সেটা কিছুতেই মানা যায় না। তাই দেশকে এই সঙ্কটময় পরিস্থিতি থেকে উত্তরণ করতে হলে আওয়ামীলীগ কে আরও বড় পরিসরে এগিয়ে আসতে হবে।
আর সুশীল দের কথা বলে লাভ নাই, ওরা আজ কলা খাচ্ছে তো কাল কেক খাবে।
নিজেদের ভাগ টা বুঝে পেলেই ছাগলের ৩ নাম্বার বাচ্চার মত তারা চুপ,
আর সুবিধামত বুঝেও লাফাবে আবার না বুঝেও লাফাবে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।
জয় হোক সত্যের, জয় হোক মানবতার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.