![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন একদিন আমি তোমার কাছে স্বপ্ন ছিলাম, তোমার ভবিষ্যৎ ছিলাম, যে কারনেই হোক আমাকে তোমার অনেকটাই ভালো লেগে যায়, মন্ত্রমুগ্ধের মত আমার সাথে পড়ে থাকতা তুমি।
আর তাই নারী হওয়া সত্তেও তুমি আমাকে তোমার ভালোবাসার কথা জানাতে কার্পণ্য কর নি।
আর আজ তোমার প্রত্যাশিত স্বপ্ন যখন এক বাস্তবতার মায়াবী বর্তমানে রূপ নিল, ঠিক তখন মায়াবী বর্তমান কে তুমি অস্বীকার করছ। হয়তো নিজেকে নতুন কোন মায়াবী ভবিষ্যতের শেষ মাত্রায় নিয়ে যেতে চাচ্ছ।
আমার কোন আক্ষেপ নেই, কারণ তুমি নারী, তুমি সব ই পার।
©somewhere in net ltd.