![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মানুষ কখন আত্মহত্যা করে জানেন?
যখন তার কাছে মনে হয় তার আশেপাশের ১ টি মানুষ ও তাকে ভালবাসে না,
যখন সে মনে করে তার পাশের সবাই শুধু অযথাই তাকে দোষারোপ করে,
যখন সে ভাবে তার পাশের বাস্তবতা তাকে মেনে নিচ্ছে না,
সব কিছুতেই কেমন যেন কাউকে সহ্য না করার মত ব্যাপার,
তারপর সে যখন আত্মহত্যার মঞ্চে চলে যায়, তখন শেষ মুহূর্তে আপ্রান চেষ্টা করে সুন্দর পৃথিবীর সাথে আরও কিছু সুন্দর সময় ভাগ করে নিতে।
কিন্তু তা আর হয়ে উঠে না, তাকে চলে যেতে হয় পরপারে।
আমার, আপনার, তার খারাপ ব্যাবহারের কারণে হয়তো কেউ না কেউ এই পৃথিবীকে দোষারোপ করছে, আর আত্মহত্যার জন্য প্রস্তুতি নিচ্ছে।
তাই আসুন, যতটুকু সম্ভব পাশের মানুষ গুলোর সাথে কিছুটা হলেও ভালো ব্যাবহার করি,
যার কারণে হয়তো তার আগামীর পৃথিবীটা তার কাছে আরও সুন্দর হবে।
-----------------------------------------------------------(রাবু)।
©somewhere in net ltd.