![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আপনি তো আজ বড্ড ভালো আছি, কোন চিন্তা নেই তো আমাদের।
পুড়ে পুড়ে মরছে তো বাইরের মানুষগুলো, তাতে আমার আপনার কি আসে যায় !
একটু চিন্তা করে দেখুন তো, কাল যদি আমার আপনার প্রিয় মানুষগুলোর মধ্যে কেউ এ সহিংসতার স্বীকার হয়? শেষ হয়ে যায় জীবনের পথচলা? কি সান্ত্বনা দিবেন তাকে? কি করবেন আপনি? আর কিভাবেই বাঁ নিজের সান্ত্বনার বানী টুকু খুঁজবেন?
আর এখানে কি কোন নিচ্ছয়তা আছে, যে পরের দিন আমি বা আপনি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে আসবো নিজের বাসায়?
একটুখানি ছোট্ট জীবনের অনেক বড় দোটানা থেকেই যায়...!
আসলেই, ''যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা''।
--------------------------------------------(রাবু)।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
নিলু বলেছেন: ভালো , লিখে যান