নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

এই আমরা মানুষ..............???

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২



আমরা সাম্যের কথা বলি, মানবতার কথা বলি, উদারতার কথা বলি, মহানুভবতার কথা বলি, বৈষম্যের কথা বলি, আরও কত কিছুর কথা বলি, কিন্তু আমরা নিজেরাই ঠিক হই না।

আমরা অবিচারের প্রতিবাদ করি না, কিন্তু ন্যায়বিচার পাবার প্রত্যাশায় থাকি।
আমরা ঘুষের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু ঘুষ ছাড়া চাকরির আশায় থাকি।
আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি না, কিন্তু দুর্নীতি ছাড়া সুন্দর দেশের আশা করি।
আমরা নাস্তিকতার বিরুদ্ধে কথা বলি না, কিন্তু ইসলামী মূল্যবোধের প্রত্যাশা করি।
আমরা অন্যের বিপদে এগোবো না, কিন্তু আমাদের বিপদে কারো আগানোর প্রত্যাশা করি।
আমরা বড়দের সম্মান করি না, কিন্তু ছোটদের থেকে সম্মান পাবার আশা করি।
আমরা আন্দোলনের জন্য মাঠে নামি না, কিন্তু ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করি।
আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু নারী নির্যাতন দেখলে ক্ষেপে যাই।
আমরা কাউকে কিছু দিতে চাই না, কিন্তু আমরা সব পাবার স্বপ্ন দেখি।
আমরা নিজেকে বদলাবো না, কিন্তু অন্য কেউ বদলে যাবে সেই প্রত্যাশা করি।

কেন? কেন? কেন? কেন? কেন?
আমি জানি আপনাদের কাছে হাজার টা ''কেন'' জানা থাকলেও আপনারা তা এড়িয়ে যাবেন।
হে স্বার্থপর জাতি আপনাদের উদ্দেশ্যে বলছি,
একটা সমাজ খারাপ মানুষের কর্মকাণ্ডে ধ্বংস হয় না, ধ্বংস হয় ভালো মানুষের নীরবতায়।
আজ আপনি বাস্তবতার পাঁচ ফোঁড়ন দেখেও নীরব, তার মানে আপনি কোন জালিমকে এগিয়ে যেতে সাহায্য করছেন। আর এর জন্য আপনাকে পাই পাই করে হিসেব দিতে হবে ঐ উপরে।
তাই নিজের বিবেক বুদ্ধিকে অন্তত কাজে লাগান, আর ভালো কিছু করার চেষ্টা করেন।

বেশি কিছু করতে বলবো না। শুধু আপনি আপনার জায়গা থেকে, সে তার জায়গা থেকে, আর আমি আমার জায়গা থেকে ঠিক হলেই চলবে। আর তাতেই একদিন সবাই ঠিক হয়ে যাবে।
জানেন ই তো, যখন ''আপনি/আমি/সে'' মিলে আমরা হই, তখন যে কোন কিছুই সম্ভব।
তাই আসুন, আমরা ঠিক এই মুহূর্ত টি থেকে ভালো কিছুর শুরু করি।
যা পেছনে চলে গেছে তা তো চলেই গেছে, তার দিকে ফিরে তাকানোর আর কোন সময় নেই।
এখন সময় এসেছে নতুন কিছু করার, আর নতুনকে অভিবাদন জানানোর।
আমি বলছিনা আমার সাথে একমত হতে, অন্ততপক্ষে নিজের মত প্রকাশ করেন।

কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
জয় হোক সত্যের, জয় হোক মানবতার।

-------------------------------------------------------(রাবু)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.