![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তার পাশের যে লোকটিকে আপনি ভিক্ষুক বলে নাক ছিটকাচ্ছেন, সে লোকটি আপনার আমার মতই রক্ত মাংসের দেহে গড়া এক মানুষ। সবসময় তাকে দান করতে না পারেন, কিন্তু অযথাই তোঁ তাকে গাল মন্দ দিতে পারেন না ! সে তো আজ আমার/আপনার জায়গায় থাকতে পারতো। কিন্তু ভুলে যাবেন না সব ই স্রষ্টার লীলা খেলা। তাই অন্তত একটু ভালো ব্যাবহার করুন, একটু !
-------------------------(রাবু)।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭
প্রিয় বিবেক বলেছেন: ভাই সত্যি ই সব স্রষ্টার লীলাখেলা।
নাইলে আজ আপনি কিংবা আমি ও অনার জায়গায় থাকতে পারতাম। কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো জায়গায় আছি। এটা কি স্রষ্টার লীলাখেলা নয়?????
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০
ডিজ৪০৩ বলেছেন: ধন্যবাদ
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮
প্রিয় বিবেক বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪২
নতুন বলেছেন: প্রিয় বিবেক বলেছেন: ভাই সত্যি ই সব স্রষ্টার লীলাখেলা।
নাইলে আজ আপনি কিংবা আমি ও অনার জায়গায় থাকতে পারতাম। কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো জায়গায় আছি। এটা কি স্রষ্টার লীলাখেলা নয়?????
আপনি আজ যেই যায়গাতে আছেন সেইখানে আসতে যতটুকু কস্ট/চেস্টা/পড়াশুনা করেছেন ততটুকু কি ঐ পথের ভিক্ষুক করেছে?????
চোখ বন্ধকরে একটু ভাবুন আপনার কতটুকু চেস্টায় আজ আপনি এখানে....
কিন্তু ঐ ভিক্ষুক কি করেছে সেই চেস্টা? করেনাই... সেই জন্য সে নিজেই দায়ী.... সৃস্টিকত`া না...
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
"কিন্তু ভুলে যাবেন না সব ই স্রষ্টার লীলা খেলা। "
-ভিক্ষুক বানানোও স্রষ্টার লীলা খেলা?
-সঠিক হলো, মানুষ ভুলের জন্য ভিক্ষুক হয়, বা অন্যরা মানুষকে ভিক্ষুক বানায়