![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের চারপাশে অনেক ভালো মানের ব্লগার আছে, অনেক বড় মাফের লেখক আছে।
অনেক ভালো লিখেন তাঁরা। মাঝে মাঝে একটু বড় পোষ্ট ও দেন তাঁরা। আমরা অনেকেই তাতে বিরক্ত হয়ে তা আর পড়ি না। কিন্তু ঐ বড় লিখাটা পড়লে অনেক্ষেত্রে সত্যি ই মাথা
খুলে যায়।। তাই মাঝে মাঝে তার দরকার আছে কিছু জানার স্বার্থে।
আপনারা হয়তো জেনে থাকবেন, আজ যারা ''আরিফ আর হুসাইন'', ''সিডাটিভ দা'', ''ময়লা বাবা'', ''আপেল মাহমুদ'' ইত্যাদি সেলিব্রেটি রা একদিনেই এত বড় মাফের লেখক হয়ে যান নি। আজ তাদের ফলোআর দেখছেন? তাদের ও অনেক চড়াই/উতরাই করে আজকের এ জায়গাতে আসতে হইছে। অনেক ভালো লিখার মাধ্যমে। মাঝে মাঝে তারাও অনেক বড় বড় লিখা লিখে থাকেন। এবং অনেকটা বেশী ভালো লিখেন তাঁরা। আসলে বড় লিখা/ছোট লিখা এটা এক একজনের একেক ধরনের কৌশল। যে যেভাবে বুঝিয়ে মজা পায়।
আজ ''আরিফ আর হুসাইন'', ''সিডাটিভ দা'', ''ময়লা বাবা'', ''আপেল মাহমুদ'' ভাইয়ারা অনেক বড় লিখা লিখলেও আমরা তা পড়ি, এবং তাদের সাধুবাদ জানাই। কিন্তু আমাদের চারপাশের উঠতি লেখকদের লেখা গুলো পড়ি না, বড় লেখা তাই বিরক্ত হয়ে যাই কেন এত বড় করে লিখে। বেশী কিছু বলবো না শুধু এইটুকুই বলবো, যে যা ই লিখুক না কেন অন্তত একটু পড়া দরকার। যেন সে লেখক তার লেখা কে মূল্যয়ন করতে পারে। হয়তোবা সামনের দিনে এই তরুণ প্রজন্ম থেকে অনেকেই হয়তোবা ''আরিফ আর হুসাইন'', ''সিডাটিভ দা'', ''ময়লা বাবা'', ''আপেল মাহমুদ'' এর মত অনেক বড় মাফের মস্ত বড় লেখক হয়ে যাবে।
এবং লিখনির এ ভাণ্ডার নবরূপে পূর্ণ হয়ে যাবে, নব কোন উদ্দমে।
শুধু দরকার একটু চর্চার, একটু যত্ন নেওয়ার, আর দরকার একটু মূল্যয়ন এর।
যেন লেখক অন্তত তাঁর লিখার মান টা বুঝে তাঁর ভুল গুলো শুধরিয়ে নিতে পারে।
Note: আমি সত্যি ই অনেক ভাগ্যবান, আমার ফ্রেন্ড লিস্টে কিছু বড় মাফের লেখক কে পেয়ে। আজ হয়তো তাঁরা কেউ ই নন। কিন্তু সামনের দিনগুলোতে তাঁরা যদি তাদের লিখা গুলো চালিয়ে যান তাহলে তারাও অনেক ভালো কিছু করতে পারবে। যাদের বলছি, তাঁরা বুঝে নিয়েন, তাই অযথাই আর বিরক্তকর ট্যাগ করলাম না।
সবাইকে ধন্যবাদ .............................................(রাবু)।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৩
প্রিয় বিবেক বলেছেন: হম
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২
পথিক০৭ বলেছেন: আমি আপনার ফ্রেন্ড লিস্টের একজন,যাকে আপনি আসিফ আদনান নামে চেনেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৩
প্রিয় বিবেক বলেছেন: আমি ধন্য হয়ে গেলাম ভাই
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: বড় লিখাকে আমি না বলি । সময়ের অভাবে ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৩
প্রিয় বিবেক বলেছেন: ুঝলাম
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭
সুমন কর বলেছেন: অাপনি কি পড়েন?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৪
প্রিয় বিবেক বলেছেন: চেষ্টা করি ভাই
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৯
প্রফেসর মরিয়ার্টি বলেছেন: বড় লেখার ১ম দিকে কিছু অংশ যদি ভাল লাগে, তবে আমি পুরোটাই পড়ার চেষ্টা করি।
ভালভাবে বোঝানোর স্বার্থে লেখা বড় হতেই পারে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩
প্রিয় বিবেক বলেছেন: একমত ভাই
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
লেখায় পড়ার মতো কিছু থাকলে পড়া হয়।