![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আম্মু তোমার ভিতর কি এমন আছে, আমাকে একটু বলবা?
বসবাসের ক্ষেত্রে তোমার থেকে আমার দূরত্ব হচ্ছে প্রায় ১৫০ কিলোমিটার।
এটাকে আমার কোন দুরত্তই ই মনে হয় না, কারণ আমি জানি প্রতি টি মুহূর্তে
তুমি আমার সাথেই আছ। তোমার সুতোর বাধনে জড়িয়ে রেখেছ এ আমাকে।
ছোট বেলায় আমি পুতুল পুতুল খেলতে পারতাম না বলে আপু আমার সাথে খেলত না,
তখন তুমি এসে আমাকে পুতুল খেলা শিখিয়ে দিয়েছিলা, আর বলস এখন খেল,
পরে আপু কে হারিয়ে দিয়েছিলাম, আমার আনন্দ দেখে কে, তুমি সেদিন অনেক হেসেছিলে।
ছোটবেলায় আমাকে যখন কেউ ক্রিকেট খেলায় নিতো না, তখন আমি বাসায় এসে শুধু কাঁদতাম। পরে তুমি তোমার সকল কাজ ফেলে আমার সাথে ক্রিকেট খেলেছিলা।
তোমার মনে আছে আম্মু, ঐদিন তোমার বলে কি বড় ১ টা ছক্কা মেরেছিলাম,
তুমি সেটা গর্ব করে সবার সাথে বলতা, আর আমাকে সাহস যোগাতা।
একবার ছোট বেলায় এক অন্ধ ভিক্ষুক কে ২ টাকা দিতে যেয়ে আমি উনার কাছ থেকে ৫ টাকার ১ টি কয়েন এনেছিলাম। পরে তুমি উনাকে ২ দিন খুঁজে বের করে আমার কাজের জন্য মাফ চেয়েছিলা। পরে তুমি উনাকে ১০ টাকা দিয়েছিলা। আর তুমি সবসময় ই একটা কথা বলতা,
''প্রিয় বস্তু কাউকে দান করলে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে''
আর সেটি ই এখন আমার জীবনের সপান। তুমি অপুরন আমাকে পূর্ণ করে তুলেছ।
যে কোন সময় তোমাকে ফোন করলে ১৫০ কিলোমিটার দূর থেকে কিভাবে যেন বুঝতে পারো,
কোনটা আমার উত্তেজনা, কোনটা আমার হাহাকার, আর কোনটা ভালোবাসা।
সত্যি ই আম্মু অনেক ভালোবাসি তোমাকে, শুধু বলা হয় না তোমাকে।
একটু বলবা আমাকে, এত বেশি ভালোবাসো কেন আমায়?
আমি পারবো তো তোমার আর আব্বুর যথাযথ মুল্লয়ন করতে ???
আমাকে পারতেই হবে আম্মু, তোমার দোয়া থাকলে সব ই সম্ভব আমার জন্য।
অনেক ভালো থেকো আম্মু।
---(গোলাম রাব্বানী)
©somewhere in net ltd.