নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

পকেটে কয়টা টাকা আসলেই কি জীবনের সব হয়ে গেলো ???

০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:১১

একটু আগে ''এটিএম বুথ'' এ গেলাম টাকা তুলতে, জরুরি কিছু টাকার দরকার ছিল তাই।
বুথে যেয়ে দেখি বিশাল জটলা। কিরে ভাই কাহিনী কি, IBBL এর বুথে তো এর আগে এত ভিড় দেখি নাই। পরে দেখলাম, ৪ জন সিরিয়ালে দাঁড়িয়ে আছে, আর ১ জন বুথের ভিতর, আর এক মহিলা বুথ এর সামনে দাঁড়িয়ে ঐ বুথের দারোয়ান কে কেন যেন শাসিয়ে যাচ্ছে। মারবে মনে হয়। ধানমণ্ডির ঐ ATM বুথে আমার প্রায় ই যাওয়া হয়, তাই ঐ দারোয়ান আঙ্কেল এর সাথে আমার ভালোই সম্পর্ক। ঐ দারোয়ান আঙ্কেল আমাকে দেখা মাত্রই আমাকে বাবা বলে সামনে ডেকে ঐ মহিলার ব্যাপারে সকল অভিযোগ আমাকে বলল। আর ঐ মহিলা তখন ও ঐ দারোয়ান কে শাসিয়ে যাচ্ছে।
পুরা ব্যাপার শুনে বুঝতে পারলাম, দারোয়ান আঙ্কেলের চেয়ে দোষ কিছুটা বেশি ঐ আনটি র, তবে আঙ্কেলের ও দোষ আছে। পরে আমি ঐ মহিলাকে বললাম, ''আনটি থাক বাদ দেন, ঐ দারোয়ান আঙ্কেল বুঝে নাই, তাই এমন করছে, উনি তো আর আপনার আমার মত শিক্ষিত নয় যে সবজায়গায় ম্যানার বুঝে কথা বলবে''। তারপর ও আনটি ওনাকে শাসিয়েই যাচ্ছে, আর বলল দেখে নিবে, আরও বলছিলেন, উনার এই ধানমণ্ডি তেই নাকি ১০ টা ব্যাংকে account আছে।
উনার এই আজাইরা কথা শুনে উনারে একটু বাজাইতে ইচ্ছা করলো,
শুরু করে দিলাম, আর আমি বললাম, আনটি আমি অষ্টম শ্রেণিতে পড়ি, আমার স্যার আমাকে হোম ওয়ার্ক দিয়েছেন, ১০ টা ব্যাংকের নাম লিখে নিয়ে যেতে এবং মুখস্ত করতে। তাছাড়া আমি এই ব্যাংক ছাড়া আর কোন ব্যাংকের নাম ই জানি না। আপনার তো ১০ টা ব্যাংকে account আছে, তাই আপনি যদি একটু কষ্ট করে ঐ ব্যাংক গুলোর নাম বলেন, তাইলে অনেক উপকার হয়।
পরে আনটি, ৬ টার নাম বলে আর বলতে পারলো না, আর বলল তোমাকে দেখে তো মনে হয় না তুমি অষ্টম শ্রেণিতে পড়।
পরে, আমি আনটি কে বাকি ৪ টা ব্যাংকের নাম বললাম এবং বললাম আনটি আসলেই আমি অষ্টম শ্রেণিতে পড়ি না, আমি বিবিএ করছি।
তখন আনটি বলল, তাইলে একটু আগে মিত্থা বললা কেন?
আমি বললাম, আমার আনটি যদি মিত্থা বলতে পারে উনার ১০ টি ব্যাংকে account আছে, তাইলে আমি সঠিক টা বের করার জন্য মিত্থা বলে কি দোষের কিছু করেছি?
আনটি আর কোন উত্তর না দিয়ে সোজা বুথ থেকে বের হয়ে গেলো, আর সবাই দেখলাম হাততালি দিলো, আর ঐ দারোয়ান আঙ্কেল তো আমাকে বুকে জড়িয়ে ধরল।
আমার এই পোষ্ট টি দেওয়ার উদ্দেশ্য কখনোই ঐ আনটি কে হেয় করা, ঐ দারোয়ান আঙ্কেল কে নিরপরাধ বানানো, কিংবা আমাকে নায়ক চরিত্রে দাঁড় করানো নয়।
বরং আমার এই পোষ্ট টি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে,''অত্যাচার এবং অত্যাচারী'' কে না বলা।
সমাজের কিছু মানুষ আছে, যাদের পকেটে কিছু টাকা আসলে অন্য মানুষ কে আর মানুষ মনে করে না। সবাই কে জন্তু জানোয়ার মনে করে। তাই যে যার অবস্থান থেকে যেভাবে পারেন ''অত্যাচার এবং অত্যাচারী'' কে না বলুন প্লীজ !!!
এই ঘটনাটি ঘটেছে ''ধানমণ্ডি IBBL ATM বুথে, কেউ চাইলে যেয়ে দারোয়ান আঙ্কেল কে যেয়ে জিজ্ঞেস করে সত্যতা জাছাই করতে পারেন।
সবাইকে ধন্যবাদ। জয় হোক সত্যের, জয় হোক মানবতার।
-----(গোলাম রাব্বানী)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



১২৬ জন পড়লো, কেহ মন্তব্য করলো না?

কিসের পাঠক এরা?

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:২৬

প্রিয় বিবেক বলেছেন: জানি না ভাই, হয়তো কারো কাছে ভাল লাগে নাই !

২| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৩৬

রবি কিরণ বলেছেন: জয় হোক সত্যের, জয় হোক মানবতার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.