নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

Important Notice:

২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৭

এখন পর্যন্ত যা জানি তা অনুযায়ী কাল সন্ধ্যা ৭ টায় বাংলাদেশে এসে নামবে টাইগার রা।

পূর্বের কথা অনুযায়ী আমরা অনেকেই তাদের সংবর্ধনা জানাতে কাল ঐ সময়ে শাহজালাল বিমান বন্দরে উপস্থিত থাকবো। কত মানুষ যে কাল সেখানে থাকবে তা ধারনার বাইরে। শুধু এটাই অনুমিত যে যারা টাইগার দের একটু ও ভালোবাসে, তারা সবাই থাকবে।

কাল কি কি করণীয়, সেটা নীচে বলার চেষ্টা করছিঃ

*** জানা মাত্রই আপনাদেরকে একজ্যাক্ট টাইম জানিয়ে দেওয়া হবে। হয়তো পূর্বের প্ল্যান চেইঞ্জ করা হতে পারে।

*** আপনারা সবাই সাথে করে পতাকা নিয়ে আসতে পারেন, সাথে রকমারি অনুপ্রেরণা মূলক প্ল্যাকার্ড থাকতে পারে।

*** প্লীজ কেউ তামিম/ইম্রুল কে ছোট করে কোন প্ল্যাকার্ড আনবেন না প্লীজ।

ওরা কেউই ইচ্ছা করে খারাপ খেলে নাই। তাছাড়া International Media থাকবে news cover করার জন্য। তাই প্লীজ কেউ এমন টি করবেন না।

*** সবচেয়ে বড় কথা হল, এটা শুধুই ভালোলাগার অধ্যায়, ভালোবাসার অধ্যায়। তাই এখানে শুধুই টাইগারদের প্রতি ভালোবাসা প্রকাশ পাবে, কোন ঘৃণা নয় টাইগার দের প্রতি।

*** তবে বাজে আম্পায়ারিং নিয়ে কিংবা ইন্ডিয়া কে নিয়ে সমালচনার প্ল্যাকার্ড হতেই পারে। তবে সমালোচনা টা যেন রক্ষণশীল উপায়ে হয়। কারণ আমরা তো বাংলাদেশ কে represent করবো।

তাছাড়া কুত্তা আমাদের কামড় দিলে আমরা কি আবার কুত্তা কে কামড় দিব নাকি?

*** কোন আপু যদি আসতে চান, সেক্ষেত্রে সাথে করে কাউকে নিয়ে আসাই ব্যাটার। তাছাড়া দেশের অবস্থা ভালো না। আর খুব বেশি সমস্যা মনে করলে বাদ দেন।

শেষ কথা হল এটা আসলে লজ্জার ব্যাপার হবে যদি বীর টাইগারদের রিসেপশন

দিতে বিমানবন্দরে চলো বলে ঠেলে ঠেলে যদি নিয়ে যাওয়া লাগে। এটা ত আমাদের মন

থেকেই উঠে আসা উচিত। দেশের বীর প্লেয়ার দের কে উইনিং ল্যাপ সব দেশেই দেয়।

তবে এই বার আমরা সাড়া বিশ্ব কে জানান দিবো, বাংলাদেশীরা তাদের ক্রিকেটার দের

কতটা বেশি ভালোবাসে। সব দেনা পাওনার হিসাব হবে আগামীকাল ইনশাল্লাহ।

তাহলে চলে আসুন আগামীকাল। আপডেট-এখন পর্যন্ত ডিসিশান ফাইনাল যে টাইগাররা ক্যান্টমেন্ট রোড দিয়ে যাবে। সেক্ষেত্রে ভেন্যু চেঞ্জ হবে এটা শিওর্।

আই রিপিট ভেন্যু চেঞ্জ হবে। কোথায় যাবে ৯ টায় জানান হবে।

সকল ক্রিকেট প্রেমিকে অসংখ্য ধন্যবাদ।

খুব সম্ভবত কাল সেখানে ভলান্টিয়ার হিসেবে থাকতে পারি।

বেঁচে থাকলে কাল দেখা হবে সেখানে ইনশাল্লাহ।

-----(গোলাম রাব্বানী)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.