নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

সামনের দিগন্তের কথা একবার ও কি ভেবেছেন?

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৯

অনেকেই বলে থাকেন, ''সে ই আমার সব, তাকে না পেলে আমি বাঁচব না, ইত্যাদি ইত্যাদি''।
তাদের কে বলি, ভাই আপনার বেঁচে থাকা কখনোই কোন নির্দিষ্ট মানুষের জন্য নয়,
বরং আপনার বেঁচে থাকা একটা সুন্দর পৃথিবীর জন্য আর নয়তো কিছু সুন্দর স্বপ্নের জন্য।
যার অস্তিত্ব আপনার জীবনে কখনোই বিদ্যমান ছিল না, তার জন্য নিজেকে নিঃশেষ করে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ??? যদি বুদ্ধিমান হন, তাহলে উত্তর হবে নিচ্ছই না।

সামনের দিগন্তের কথা একবার ও কি ভেবেছেন?
কেউ না কেউ অবশ্যই মশাল হাতে দাঁড়িয়ে আছে আপনাকে বরণ করবে বলে,
কারণ, স্রস্টা ঠিক এমনটা ভেবেই যে আপনাকে ভবে পাঠিয়েছেন নতুন কিছু নিয়ে ভাবতে,
এখন ই যান, তার ডাকে সাড়া দেন, এবং স্বাগত জানান তার এই আমন্ত্রণ কে,
হয়তোবা সে ই আপনার অতীতের সকল অপূর্ণতা কে কানায় কানায় পূর্ণ করে তুলবে।

অন্য কারো ভালো লাগবে তাই নিজের ভালো টাকে শেষ করে খারাপের দিকে এগোবেন, তার কোন মানেই হয় না। পারলে যোগ্যতাবান হয়ে দেখান, যেন অন্য কেউ আপনাকে আদর্শ হিসেবে নেয়। জীবনটা অনেক রঙ্গিন, এটাকে যত সুন্দর করে রাঙ্গাবেন ততই দেখতে সুন্দর দেখাবে !!!
-----(গোলাম রাব্বানী)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.