![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিজিৎ রায়ের পর আবারো ব্লগার ওয়াশিকুর বাবুকে খুন করেছে দুর্বৃত্তরা।
ধৈর্যের সীমা টা দিনের পর দিন একেবারেই তলানিতে যাচ্ছে, খুব ই হতাশ লাগছে।
আমি জানি না, ব্লগার ওয়াশিকুর বাবুর কি দোষ ছিল, আমি তাকে চিনি ও না, জানি ও না।
শুধু জানি সে একজন ব্লগার, হয়তোবা একটু উল্টাপাল্টা লিখতেন।
তাই বলে কুপিয়ে মারতে হবে??? এটা তো কোন সমাধানের নাম হতে পারে না।
কেউ ভুল করলে তাকে শুধরিয়ে দেওয়া উচিত, কিন্তু মৃত্যু কেন ???
কোন ধর্মের দোহাই দিয়ে দুর্বৃত্তরা এ খুন করে ???
আমার আক্ষেপ হয়, আমার ক্ষোভ হয়, আমার ভয় হয়, কেন একের পর এক এমন হচ্ছে ?
আপনি দেখেন, ''ব্লগার রাজিব, ব্লগার অভিজিৎ, ব্লগার ওয়াশিকুর বাবু'' সবাইকে
একই স্টাইলে কুপিয়ে হত্যা করা হয়েছে। ''এফবিআই'' আসলো তাতেও অভিজিৎ হত্যার
কোন ক্লু বের করতে পারে নি, এটা কি আমাদের ভাবিয়ে তুলার জন্য যথেষ্ট নয় !!!
আরেকটা কথা হচ্ছে, ব্লগার মানেই নাস্তিক নয়। আমি ব্লগে লিখি, আমার পাশের
প্রিয় বন্ধু টি ও ব্লগে লিখে তাই বলে কি নাস্তিক হতে হবে??? যারা মুক্তচিন্তার
দোহাই দিয়ে এ নাস্তিক্কবাদিকে সাপোর্ট করেন, আমি তাদের দলের না।
মুক্ত চিন্তা করেন ভালো কথা, কিন্তু ধর্ম টাকে পুঁজি করে চিন্তা করেন কেন???
এটা তো এক মহান আদর্শিক রে ভাই যে কারো আছেই।
আমি জানি না এর সমাধান কি শুধু বলবো,
আমার ক্ষোভ হয়, আমার ভয় হয়, কেন একের পর এক এমন হচ্ছে ?
-----(গোলাম রাব্বানী)
৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৪
প্রিয় বিবেক বলেছেন: কিছুই বলার নাই ভাই
২| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
রাখালছেলে বলেছেন: ব্লগার মানেই অন্ধবিশ্বাসের প্রতিবাদী একজন মানুষ । আমি মরতেও রাজি আছি তারপরও হারতে রাজি না।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৪
প্রিয় বিবেক বলেছেন: আমি একমত
৩| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
ডিজ৪০৩ বলেছেন: আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে , ঠিক একদিন সবাই বুঝবে সত্যটা কি ।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৪
প্রিয় বিবেক বলেছেন: আমি একমত
৪| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:০০
অহন_৮০ বলেছেন: মানুষ মারা কোন ধর্মেই সমর্থন করে না..........
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৪
প্রিয় বিবেক বলেছেন: আমি একমত
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪০
ডিজ৪০৩ বলেছেন: কারণ তারা যুক্তি খণ্ডন করতে পারেন না । তাই হত্যা করা তাঁদের জন্য সহজ কাজ ।