![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন সাম্যবাদীরা, মানবতাবাদীরা, প্রগতিশীলরা কোথায়???
গতকাল নারীরা যে লাঞ্ছিত হল, সে ব্যাপারে কেউ কোন কথা বলছে না কেন?
আজ যদি এই কাজটা মাদ্রাসার কোন ছাত্র কিংবা কোন হুজুর করতো, তাহলে দেশে কি হত, একবারও ভাবতে পারছেন??? আমি বলছি, এক ধরনের ছোট খাট অসহযোগ আন্দোলন শুরু হত। সবচেয়ে বেশি অবাক হয়েছি পুলিশের কাণ্ড দেখে। ঐ ঘটনায় ওরা প্রথমে লাঠিচার্জ করলেও পরে যখন শুনছে ছাত্রলীগ কর্মী, তখন ই ওরা এলাকা ছেড়ে পালিয়েছে।
কি আজীব এক দেশ, কি আজীব আমাদের রাজনীতি, কি আজীব আমাদের পুলিশ ???
এখন সাম্যবাদীরা, মানবতাবাদীরা, প্রগতিশীলরা কিচ্ছু ই বলবে না,
কোন কিছুই আর আমাদের কাছে মানবিক নয়। বিবেক, চেতনা, মানবিকতা সবই আমাদের রাজনৈতিক আদর্শের কাছে বাঁধা। এই জন্যই হয়তোবা আমরা এখনও বাংলাদেশী।
আশা করছি, সামনের দিগন্ত টা হবে শুধুই সম্ভাবনার।
-----(গোলাম রাব্বানী)
১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
প্রিয় বিবেক বলেছেন: ঠিক বলছেন ভাই
২| ১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
ফেরদৌসুর রহমান বলেছেন: সাবধান! মাদ্রাসার ছাত্রদের পক্ষে এ ব্লগে অন্তত লেখেন না। আপনার আইডি কর্তৃপক্ষ ব্যান করে দিতে পারে।
১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
প্রিয় বিবেক বলেছেন: ভাই, আমি কারো পক্ষে লিখছি না,
আমি বাস্তবতা কে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, যা একজন লেখকের দায়িত্ব এবং কর্তব্য।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৩
ফেরদৌসুর রহমান বলেছেন: ভাই সেটা আমি বুঝলাম ঠিকই। কিন্তু কর্তৃপক্ষ কি বুঝবে?
১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৪
প্রিয় বিবেক বলেছেন: না বুঝার কারণ দেখছি না তো ভাইয়া।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৫
নতুন বলেছেন: রাজনিতিকরাই দেশের ঠিকাদারী নিয়ে নিয়েছে....
পুলিশ যদি লীগের নামে পালায়.... দেশে নারী প্রধানমন্ত্রী/স্পীকার/বিরোধীদলের নেত্রী হয়েও যদি কারুর সাজার ব্যবস্হা না হয় তবে
দেশের অবস্তা যে কোথায় যাচ্ছে চিন্তাও করতে পারছি না...
১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪২
প্রিয় বিবেক বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
মায়াবী রূপকথা বলেছেন:
কথা ঠিক। মাদ্রাসার কেউ করলে তুলকালাম হয়ে যেতো। ভাগ্যিস করেনি। নাহলে ব্লগেও কিছুদিন অন্য কোন ধরনের পোষ্ট চোখেই পড়তোনা।