নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

হায়রে দুঃখিনী টিএসসি..................!!!

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯

যখন ই মনে হয় ''টিএসসি'' তে পহেলা বৈশাখে ঘটে যাওয়া লোমহর্ষক সেই ঘটনাটি,
ঠিক তখন ই শিউরে উঠি, আর চিৎকার করে বলতে ইচ্ছা করে বাংলাদেশে ধর্ষক কিংবা
নারী নির্যাতনকারী দের সংখ্যা বাড়া কিংবা বাড়ানোর জন্য এই প্রশাসন ই দায়ী।

ভাবছেন কিভাবে?
তাহলে বলি শুনেন, ঐ ঘটনা ঘটে গেছে প্রায় ৫ দিন অতিক্রম হতে চলল, এখন ও কি প্রশাসন তাদের খুঁজে বের করেছে? কোন ই সন্দেহ নাই যে এটা প্রশাসনের প্রশাসনিক খেলা, রাজনৈতিক খেলা ও বলতে পারেন। যেখানে খুনী সন্ত্রাসীদের মুহূর্তের মধ্যেই বের করে ফেলে আর পুঁচকে এই কয়টারে বের করতে পারে না??? সমাধান খুব ই সিম্পল, পলিটিকেল ম্যাটার, তাই এই দুর্ঘতি।

এখন দেখেন, প্রশানর থেকেই বলা হচ্ছে তাদের কাছে এই ধরনের কোন প্রমাণ নেই, কিন্তু ফেবুতে এই ঘটনার অনেক ভিডিও আছে, আর প্রশাসন বলছে ভিন্ন কথা।
ধরেন, আজ থেকে ২০ বছর পর যে মহিলা নির্যাতনের শিকার হল, তার ছেলে মায়ের প্রতি অবিচারের কারণে ঐ নির্যাতনকারী কে খুন করলো, আর সেটা প্রশাসনের কানে গেলো।
কয়েক মাসের মধ্যে রায় হবে যে ঐ ছেলের ফাঁসি দিতে হবে, কিন্তু যে ঐ ছেলের মাকে নির্যাতন করলো তার কোন বিচার নেই, খুব সুন্দর নিয়ম আমাদের তাই না???
বিচার মানি কিন্তু তাল গাছ আমার !!!

ধিক্কার জানাই এ ব্যাবস্থা কে, ধিক্কার জানি এই বিচার প্রণেতা কে, আরও বেশি ধিক্কার জানাই কিছু রাজনীতিবিদ কে, যাদের বহেলার কারণে আজ মানুষ ন্যায্য বিচার পাচ্চে না।
আমরা সবাই ভাষা হারিয়ে ফেলেছি, কিছু বলতে গেলেও যেন মুখে আঁটকে যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.