![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারী,
হাত জোর করে অনুরোধ করছি তোমায় প্লীজ নিজেকে ''পণ্য'' বানায়ো না।
নিজেকে ''পণ্য'' বানানোর জন্য স্রষ্টা তোমাকে ভবে পাঠান নি।
কোন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে স্রষ্টা তাঁর আপন মনের মাধুরী মিশিয়ে
সৃষ্টি করেছেন তোমায়। পৃথিবীতে তোমার অনেক মূল্য আছে, সাথে আছে অনেক
মুল্লয়ন। আর তাই কিছু প্রাণের হৃদস্পন্দন এর উঠানামা নির্ভর করে তোমার উপর।
তাই খুব মার্জিত ভাবে তোমার চলাফেরা করা উচিত, কারণ তুমি যে মায়ের জাতি...!!!
-----(গোলাম রাব্বানী)
©somewhere in net ltd.