নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

\'\'No risk No gain\'\'

২০ শে জুন, ২০১৫ রাত ১১:২১

নিজের কোন যোগ্যতা ই নাই এই ভেবে বসে আছেন?
আর নিজেকে অভিশাপ দিয়ে যাচ্ছেন আপনার মত বোকা আর কেউ নাই, এই তো !

---নিজের ভিতরের মানুষ টাকে কখনও জিজ্ঞেস করেছ আপনি কি?
---কি করতে পারেন আপনি?
---কোথায় শক্তি আপনার?
---কোথায় দুর্বলতা আপনার?
---কত উচ্চতায় উঠার শক্তি আছে আপনার?

এতদিন জিজ্ঞেস করেননি তো কি হয়েছেন, এখনই রুমের লাইট বন্ধ করে ৫ মিনিটের জন্য চোখ বুঝে নিজেকে এই প্রশ্ন গুলো জিজ্ঞেস করেন তো।
হয়তো জিজ্ঞেস করেছেন, কি বলেছে আপনার ভিতরে শক্তি?
আপনি যে ই হন না কেন, একটু চেষ্টা করলেই পারবেন, রাইট?
হ্যাঁ, আসলেই পারবেন, একটু ঘুরে দাঁড়ান দেখবেন সব ঘুরে গেছে।

সক্রেটিস এর বানী টি পড়েছেন নিচ্ছয়ই............!!!
বলছি তাহলে, ''মানুষ অনেক বোকা কারণ তারা নিজে কি জানে না তাই তারা জানে না, কিন্তু আমি জ্ঞানীদের দলে, কারণ আমি নিজে কি জানি না সেটা আমি ভালো করেই জানি, আর তাই আমি একটু ভিন্ন''।

জীবনে ভালো কিছু করার জন্য জাস্ট ১ টি সুযোগ ই যথেষ্ট।
সুযোগ কে কখনও নষ্ট করবেন না, কাজে লাগিয়ে দিন।
আর হ্যাঁ, ঝুঁকি ছাড়া জীবন হয় না,
যত ঝুঁকি নিবেন তত উপরে উঠতে পারবেন।

দিন শেষে সত্যি ই আপনি অনেক বেশি ইউনিক,
কারণ বিধাতা আপনাকে আপন মনের মাধুরী মিশিয়ে সৃষ্টি করেছেন।
বিশ্বাস করুন আর না ই করুন এটাই সত্যি, এবং চরম সত্যি।

-----(গোলাম রাব্বানী)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.