নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

আচ্ছা \'\'সুখ\'\' জিনিস টা কি?

৩০ শে জুন, ২০১৫ রাত ৯:৫১

আচ্ছা ''সুখ'' জিনিস টা কি?
চলুন আজ একটু ভিন্ন ভাবেপৃথিবীর দিকে তাকাই তাহলে !!!

---মেধাবী স্টুডেন্ট এর কাছে সুখ মানে হচ্ছে সারাদিন কষ্ট করে পড়ালেখা করে পরীক্ষাতে প্রথম হওয়া।
---আমার মত খারাপ স্টুডেন্ট এর কাছে সুখ মনে হচ্ছে সারাদিন ঘুরে বেড়িয়ে পরীক্ষার আগের রাতে কোনরকম কিচির মিচির করে পরীক্ষাতে পাশা করা।
---পুরুষের কাছে সুখ মানে হচ্ছে শুধু বিটলামি করা।
---নারীর কাছে সুখ মানে হচ্ছে কোথাও যাওয়ার আগে মন ভরে সাজুগুজু করা, আর আয়নার সামনে যেয়ে নিজেকে অনেক সুন্দরী মনে করা।
---দুঃখ দেবতার কাছে সুখ মানে হচ্ছে সুখ দেবতার পথিক কে জালানো।
---সুখ দেবতার কাছে সুখ মানে হচ্ছে তাঁর কাণ্ডারি দের সুখী করে তোলা।

---একজন রিক্সাওালা সারাদিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দিন শেষে পরের দিনের খোরাকি জুগিয়ে বাড়ি আসে, এবং তাঁর আদরের ছেলে/মেয়ে কে কোলে নিয়ে গালে চুমু বসিয়ে জিজ্ঞেস করে সারাদিনের খবর আর তারা বলতে থাকে মনের সব কথা, আর ঐদিনের অবশিষ্ট ১০০/১২০ টাকা তার প্রিয় ঘিন্নির হাতে তুলে দিয়ে একটু বাঁকা হাঁসি দেয়, আর বিনিময়ে তাঁর ঘিন্নি ও ঐ বাঁকা হাঁসি দিয়ে জানান দেয় যে তোমার জন্য আজ আমাদের পরিবার সুখী, এবং তারপর সবাই ঐ ছনের ঘরে ঘুমোতে যায় আর ঐ রিক্সাওালা স্বপ্ন দেখে একটি সুন্দর ভবিষ্যতের, এটাই হচ্ছে ঐ রিক্সাওালার কাছে কল্পিত সুখ।

---একজন কোটিপতি দিন শেষে বাড়ি ফিরে তাঁর ঘিন্নির হাতে ব্রিফকেস টা দিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে, আর অবলোকন করতে থাকে তাঁর স্ত্রীর মায়াবী সেই মুখ, আর স্ত্রী তাঁর কানে কানে এসে বলে ''ইউ আর গোয়িং টু বি ফাদার অফ অ্যা নিউ কামার''। তখন ঐ কোটিপতি স্বপ্ন দেখতে থাকে তাঁর নতুন বাচ্চার জন্য আরও কয়েকটা ফ্যাক্টরি খুলতে হবে আরও অনেক টাকা কামাতে হবে, এটাই ঐ কোটিপতির কাছে কল্পিত সুখ।

আসলে সুখ শব্দ টি অনেক বড় মাফের শব্দ। এক কথায় বলতে গেলে আপেক্ষিক একটি শব্দ।আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু কেউ ই জানি না কোথায় আআসল সুখ? জানলে হয়তোবা দুঃখ কখনোই আমাদের ছুঁতে পারতো না।

---দিন শেষে সব ই আমার সুখ, তাই আমি সুখী। কারণ আমার কাছে সুখ দুঃখ যাই আসুক না -কেন, আমি সকল বিন্দুকে আপন করে সুখ নামক স্বর্গে কনভার্ট করি, সেজন্য আমি সুখী।
---আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আমি স্বপ্ন দেখি, তাই দিন শেষে আমি স্বপ্নিল হই, আর এটাই আমার সুখ, আর সেজন্যই আমি সুখী।
---আমি সুখ দেবতা কে আমার বেষ্ট ফ্রেন্ড বানিয়েছি, তাই আমি সুখী।
---আমি বেদনার অশ্রু কে আনন্দ অশ্রু তে রূপ দেই তাই আমি সুখী।
---দেন শেষে আমি অনেক সুখী থাকি, তাই আমি সুখী।

আমারা সুখী হব নাকি দুঃখী হব এটা নির্ভর করে স্রেফ আমাদের মনের উপর।
আপনি ২ মিনিটের জন্য পৃথিবীর সব দুঃখ ভুলে যান, তারপর যেটা থাকবে সেটা কেবল ই সুখ। এটা মাথায় নিয়ে এগিয়ে যান, দেখবেন আপনি সেরা সুখী দের মধ্যে একজন। জীবনে দুঃখ আসবেই, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে অধিক সুখমাত্রা দিয়ে।
তাই আসুন, অধিক সময়ের জন্য পৃথিবীর সব দুঃখ ভুলে যাই আর বাকি সময়টাতে নিজেকে সবচেয়ে বেশি সুখী করে তুলি, আর এটাই এক অনবদ্য পাওয়া, কারণ এটার উপরেই সকল সার্থকতা/ব্যার্থতা নির্ভর করে।
তাই চলুন, স্বপ্ন দেখি, স্বপ্নিল হই, স্বপ্ন সাজাই, স্বপ্নের কাণ্ডারি হই, আর এগুলো কে পুঁজি করে অনেকটা বেশি পরিমাণ সুখী হই, যেন নিজেই নিজের ভিতর হারিয়ে যাই।

---গোলাম রাব্বানী

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ রাত ১০:৫১

অঝোরে কষ্ট বলেছেন: খুব ভালো লাগলো

৩০ শে জুন, ২০১৫ রাত ১১:০১

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০১ লা জুলাই, ২০১৫ রাত ২:৫২

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: আমার মত খারাপ স্টুডেন্ট এর কাছে সুখ মনে হচ্ছে সারাদিন ঘুরে বেড়িয়ে পরীক্ষার আগের রাতে কোনরকম কিচির মিচির করে পরীক্ষাতে পাশা করা।

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:১৫

প্রিয় বিবেক বলেছেন: আপনি ও কি এই সারিতে নাকি ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.